মঈন ও রশিদকে একসঙ্গে চলার পরামর্শ
নিরাপত্তা ইস্যু নিয়ে ইংল্যান্ড দলকে ভালোই ভুগতে হয়েছে গত দুই মাসে। অনেক জল্পনা কল্পনার পর বাংলাদেশ সফর ভালোই ভালোইয় শেষ হয়েছে। কিন্তু ভারতে পা রাখার পর দেখা দিয়েছে নতুন একটি সমস্যা। ইংল্যান্ডের মুসলিম ক্রিকেটার মঈন আলী এবং আদিল রশিদকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন নিরাপত্তা দলের প্রধান রেগ ডিকাসন।
পাকিস্তানি আম্পায়ার আলিম দারকে ভারতে প্রবেশ না করার ব্যাপারে হুমকি দিয়েছিল হিন্দুবাদি গ্রুপ শিবসেনা। এই কারণেই ইংল্যান্ড সিরিজ থেকে তাঁর নাম প্রত্যাহার করে নেয়া হয়। বর্তমানে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজে দায়িত্ব পালন করছেন। মঈন ও রশিদ পাকিস্তানি বংশোদ্ভূত বলেই তাঁদের নিরাপত্তা নিয়ে সতর্ক থাকছে ইংল্যান্ড নিরাপত্তা দল।
রেগ ডিকাসন ইংল্যান্ডের নিরাপত্তা নিয়ে দিন-রাত খেটেছেন কয়েকটি মাস। এবারো তাই এই ব্যাপারে সতর্ক করে দিয়েছেন দুই ক্রিকেটারকে, “আলিম দারকে নিয়ে শিবসেনার কিছু ইস্যু ছিল, এটা নিয়ে তাঁরা মুম্বাইয়ের বিসিসিআই অফিসেও গিয়েছিল। আমরা এই ব্যাপারে অবহত আছি, কিন্তু এটা খুব একটা বড় ব্যাপার হবে না বলেই আশা করছি। আমি মইন এবং আদিলের সাথে কথা বলেছি, তাঁরা স্বাভাবিকই আছে। তাঁরা কোন সন্দেহ পোষণ করেননি। তবে সবসময় একসাথে চলাফেরা করাই উত্তম।”
বাংলাদেশ সফরে কঠোর নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছিল ইংলিশদের। প্রায় দুই হাজার নিরাপত্তা কর্মী তাঁদের সাথে ছিল। ভারতে আসার আগে অবশ্য ডিকাসন বলেছিলেন এখানে নিরাপত্তা নিয়ে তেমন কোন সমস্যা নেই।