স্টারিজের ‘ডাইভে’ মুগ্ধ সুয়ারেজ!
বিনা কারণে পড়ে যাওয়া নিয়ে অনেক সময়েই প্রতিপক্ষের তোপের মুখে পড়তে হয় ফুটবলারদের । রেফারিও ‘ডাইভের’ অভিযোগে কার্ড দেখান মাঝে সাঝেই। প্রতিপক্ষ ক্ষেপে গেলেও সতীর্থরা বোধহয় মজাই পান এসব কাণ্ড দেখে! লুইস সুয়ারেজ এবং ড্যানিয়েল স্টারিজের ক্ষেত্রেও এমনটাই হয়েছিল। স্টারিজের ডাইভে নাকি রীতিমত মুগ্ধ হয়ে গিয়েছিলেন সুয়ারেজ!
২০১৩-১৪ মৌসুমে লিভারপুলে খেলতেন দুজনই। সেবার ডেভিড ময়েসের ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছিল স্টিভেন জেরার্ডের দল। তিনটি পেনাল্টিও পেয়েছিল তারা। এর মাঝে একটি পেনাল্টি আসে স্টারিজকে ভিডিচের ফাউলের পর। কার্ড দেখে মাঠও ছাড়তে হয় ভিডিচকে। নিজের আত্মজীবনীতে সুয়ারেজ স্মরণ করেন সেই দিনের কথা, “আমি কখনোই ভাবিনি ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ৩ টি পেনাল্টি দেয়া হবে! আর এটা তো ভাবিইনি স্টারিজের ওই ঘটনার ফলে পেনাল্টি পাবো। সে নিজেকে মাটিতে ছুঁড়ে ফেলেছিল। সেটা এতই ভালো ডাইভ ছিল, আমি নিজেও ভেবেছিলাম এটা পেনাল্টি।”
তবে সুয়ারেজ পরে বুঝতে পেরেছিলেন ওটা আসলে পেনাল্টি ছিল না, “আমি দেখে ভেবেছিলাম ওটা পেনাল্টি। তবে যখন আমি দেখলাম ভিডিচ খুবই রেগে আছে তখন ভাবলাম এটা ভুল সিদ্ধান্ত ছিল। যখন ম্যাচের পরে রিপ্লে দেখলাম, যখন বুঝতে পেরেছিলাম ভিডিচ ড্যানিয়েলের চেয়ে এক মিটার দূরে ছিল! তখন ওকে জিজ্ঞাসা করলাম, “তুমি ভাবতে পারো ওখানে আমি থাকলে কী হতো?” তখন স্টারিজ জবাব দিয়েছিল, “আমি তো তাঁর ছোঁয়া পেয়েছিলাম।” এটা বলেই সে হেসে দিয়েছিল।”
২০১৪ সালে লিভারপুল ছেড়ে বার্সেলোনাতে চলে আসেন সুয়ারেজ।