• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    রুনি পুত্রের গায়ে টটেনহামের জার্সি!

    রুনি পুত্রের গায়ে টটেনহামের জার্সি!    

    বাবা ওয়েন রুনি ইউনাইটেডের হয়ে খেলছেন প্রায় ১৩ বছর ধরে। সে নিজেও অনুশীলন করছে একই ক্লাবের একাডেমীতে। কিন্তু ৬ বছর বয়সী কাই কিন্তু ইউনাইটেডের জার্সি পড়তে খুব একটা পছন্দ করে না! বরং তার গায়ে দেখা গেছে টটেনহামের জার্সি।

     

    যেখানে সমসাময়িক বাচ্চারা সবাই নিজেরদের বাবার জার্সি পরে, সেখানে এসব নিয়ে কাইয়ের আগ্রহই নেই। রুনিও তাকে এই ব্যাপারে জোরাজুরি করেন না বলেই ধারণা করা হচ্ছে। কিছুদিন আগে মা কোলিনের সাথে মাঠে যাওয়ার সময় তার গায়ে দেখা গিয়েছিল টটেনহামের হুগো লরিসের জার্সি। বাবার সতীর্থ, ইউনাইটেড গোলকিপার ডেভিড ডি গেয়ার এটা দেখে হয়ত খানিকটা মন খারাপই করার কথা!

     

    তবে রুনি পরিবারের বন্ধুরা জানান, এই জার্সি কাইকে উপহার দিয়েছিল টটেনহামের হ্যারি কেন। ভিন্ন ভিন্ন ক্লাবের জার্সি সংগ্রহ করতেও পটু রুনি জুনিয়র। ২০১৬ সালে জেমি ভার্ডির জার্সি পরেছিল সে। এর আগে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, আয়ারল্যান্ডের জার্সি গায়েও দেখা গেছে তাকে।