• বাংলাদেশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    চ্যাম্পিয়ন কুমিল্লাকে হারিয়ে চট্টগ্রামের স্বপ্নের শুরু

    চ্যাম্পিয়ন কুমিল্লাকে হারিয়ে চট্টগ্রামের স্বপ্নের শুরু    

    গত বিপিএলের ধ্বংসস্তূপ থেকে কী দুর্দান্ত প্রত্যাবর্তনটাই না হলো চট্টগ্রাম ভাইকিংসের!  শেষবার বন্দর নগরীর দলটি ছিল পয়েন্ট টেবিলের তলানিতে। কিন্তু আজ বিপিএলের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম যেন নেমেছিল রূপান্তরের উদাত্ত শপথ নিয়ে। অধিনায়ক তামিম ইকবালের ধুন্ধুমার ব্যাটিংয়ের সঙ্গে মায়াবী অফ স্পিন নিয়ে হাজির হলেন মোহাম্মদ নবী।  তাতেই  চোখ ধাঁধিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নদের। প্রথম ম্যাচেই তামিম ইকবালের চট্টগ্রাম ভাইকিংস ২৯ রানে হারিয়ে দিয়েছে মাশরাফি বিন মুর্তজার কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে।

    মেঘলা কন্ডিশন বোলারদের সাহায্য করবে এমনটা ভেবে টস জিতে ফিল্ডিং নিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কিন্তু উইকেট নেয়াই যেন ভুলে গেল বর্তমান চ্যাম্পিয়নদের বোলাররা। চট্টগ্রামের মোটে উইকেট পড়েছে তিনটি। তার মধ্যে আবার দুটোই রান আউট। একমাত্র উইকেট শিকারি বোলার বাঁহাতি স্পিনার ইমাদ ওয়াসিম। এমন অবস্থায় দারুণ ব্যাটিং করেছেন চট্টগ্রামের ব্যাটসম্যানরা। ৩৮ বলে ইনিংস সর্বোচ্চ ৫৪ রান করেছেন তামিম ইকবাল। ছয়টি চারের পাশাপাশি তাতে ছিল সোহেল তানভীর ও নাহিদুল ইসলামকে তুলে মারা দুটো ছক্কাও। টি-টোয়েন্টিতে ২১তম ফিফটি তুলে নেয়ার পর রান আউট হন তামিম। কলটা তামিমেরই ছিল। তাতে এনামুল চেঁচিয়ে ‘নো’ বললেও তামিম ততক্ষণে পোঁছে গেছেন সতীর্থের প্রান্তে। রাগে গজরাতে গজরাতে মাঠ ছাড়েন চট্টগ্রাম ওপেনার।

    পরে অবশ্য রান আউটের খাঁড়ায় পরে কাটা পড়েছেন বিজয়ও। মারলন স্যামুয়েলসের সরাসরি থ্রোতে আউট হয়ে যান ২২ রান করা এই উইকেটকিপার-ব্যাটসম্যান। পরে শোয়েব মালিকের অপরাজিত ২৮ বলে ৪২ ও জহুরুল ইসলামের ২৯ রানে কুমিল্লাকে ১৬২ রানের লক্ষ্য দেয় চট্টগ্রাম।  

    চট্টগ্রামের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি কুমিল্লার ব্যাটসম্যানরা। দারুণ ব্যাট করেছেন বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। সতীর্থ ব্যাটসম্যানরা যখন ছিলেন আসা-যাওয়ার মধ্যে সেখানে ৪৪ বলে ৫৪ রানের গোছানো ইনিংস খেলেছেন ১৮ বছর বয়সী তরুণ। অন্যদের মধ্যে ২৩ রান করেছেন ক্যারিবীয় ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস।

    উইকেট শিকারে নেতৃত্ব দিয়েছেন চট্টগ্রামের আফগান স্পিনার মোহাম্মদ নবী। ২৪ রানে ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। ১টি করে উইকেট নিয়েছেন ডোয়েইন স্মিথ, আবদুর রাজ্জাক, টাইমাল মিলস ও তাসকিন আহমেদ। গতির তোড়ে কুমিল্লার ব্যাটসম্যানদের মনে ভালোই কাঁপন ধরিয়েছেন বাঁহাতি পেসার মিলস। কাউন্টিতে এ বছর সর্বোচ্চ ১৫২ কি.মি গতিতে বল করেছিলেন ২৩ বছর বয়সী এই ইংলিশ পেসার। গতিময়তার সেরকম কিছু ঝলক দেখা গেছে আজকের ম্যাচেও।

    প্রথম ম্যাচেই চ্যাম্পিয়নদের বিপক্ষে এমন দাপুটে জয় অনেকটাই বাড়িয়ে দেবে তামিমদের আত্মবিশ্বাস।