'মাশরাফি ভাইকে হারানো বেশি আনন্দের'
মাত্রই শেষ হয়েছে ম্যাচ। চিটাগং ভাইকিংসের কাছে ২৯ রানে পরাজিত হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সংবাদ সম্মেলনে এসব নিয়েই কথা বলছিলেন কুমিল্লা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বলতে বলতেই দেখলেন আসছেন প্রতিপক্ষ অধিনায়ক তামিম ইকবাল। বড় ভাইয়ের মতো একগাল হাসি মুখে নিয়ে বললেন, “আসো ইকবাল।” দুজনের সম্পর্কটা এমনই মধুর। স্নেহময় এই বড় ভাইয়ের দলকে হারিয়ে দারুণ উচ্ছ্বাসিত তামিম ইকবাল। সাংবাদিকদের হাসতে হাসতে বললেন, “কুমিল্লাকে হারানো যতটা না আনন্দের, তারচেয়ে অনেক বেশি আনন্দের মাশরাফি ভাইকে হারানো।”
ব্যাটসম্যানদের ক্যারিয়ারে থাকে নানা উত্থান-পতন। এখন যেমন ফর্মের চূড়ায় আছেন তামিম, তেমনি একটা সময় তাঁর এসেছিল হতাশার। ফর্মহীনতায় জেরবার তামিমকে সে সময় ছায়া হয়ে আগলে রেখেছিলেন অধিনায়ক মাশরাফি। প্রিয় অধিনায়কের দলকে হারিয়ে বিপিএল শুরু করে তৃপ্ত চট্টগ্রাম অধিনায়ক তামিম। হাসিমুখে বলেছেন, “আজকের রাতটা অন্তত ভালো কাটবে।”
কুমিল্লার হয়ে বোলিং উদ্বোধন করেছিলেন মাশরাফি। তাঁর দ্বিতীয় বলেই ক্রিজ থেকে বেরিয়ে এসে চার মেরেছেন তামিম ইকবাল। এ বিষয়ে তামিমের মত হলো, “উনি এমন বোলার যিনি ভালো শুরু করতে পারলে প্রতিপক্ষের জন্য বিপদের কারণ হতে পারেন। কিন্তু শুরু থেকে তাঁর বলে আক্রমণাত্মক খেললে তিনি ব্যাকফুটে চলে যান।”
তামিম মনে করেন তিনি যেমন করেছেন, তাঁর জন্যও মাশরাফির একটা নির্দিষ্ট পরিকল্পনা আছে। তবে, আজকের দিনে কাজে লেগেছে বাংলাদেশ ওপেনারের পরিকল্পনাটাই।