ঢাকার নয় বোলারের রেকর্ড
দলের এগারো জনের নয় জনই করলেন বল, যে দুজন বোলিং পাননি তাঁরা গেলেন ব্যাটিং ওপেন করতে! বরিশাল বুলসের বিপক্ষে এমনই এক কীর্তি গড়েছে ঢাকা ডায়নামাইটস। কুড়ি ওভারের ক্রিকেটে গড়েছে সর্বোচ্চ বোলার ব্যবহারের রেকর্ড।
বিপিএলের দ্বিতীয় ম্যাচে বরিশাল বুলসকে ১৪৮ রানে আটকে ফেলেছে ঢাকা ডায়নামাইটস। এর মধ্যেই ঢাকা অধিনায়ক সাকিব আল হাসান গড়েছেন এক অনন্য রেকর্ড। ওপেনার মেহেদী মারুফ ও উইকেটকিপার কুমার সাঙ্গাকারা ছাড়া বল করিয়েছেন দলের বাকি সবাইকে দিয়েই। এর মধ্যে ২১ রানে ৩ উইকেট নিয়ে সফলতম বোলার মোহাম্মদ শহীদ। ১টি করে উইকেট পেয়েছেন সাকিব আল হাসান, ডোয়েইন ব্রাভো ও রবি বোপারা। অন্যদের মধ্যে বল করেছেন আন্দ্রে রাসেল, নাসির হোসেন, সানজামুল ইসলাম, আলাউদ্দিন বাবু ও মোসাদ্দেক হোসেন। মজার ব্যাপার হলো বোলিং না করা সাঙ্গাকার ও মারুফ দুজনই অফ স্পিন বল করে থাকেন। স্বীকৃত কোনো ফরম্যাটে মারুফের কোনো উইকেট না থাকলেও প্রথম শ্রেণীর ক্রিকেটে ১টি উইকেট আছে সাঙ্গাকারার।
তবে টি-টোয়েন্টিতে নয় জন বোলার ব্যবহারের ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও নয়বার ম্যাচে সর্বোচ্চ নয় জন বোলার ব্যবহার করা হয়েছে। প্রথমবার ব্যবহার করা হয়েছিল ২০০৯ সালে, পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগে। মুলতান টাইগারসের বিপক্ষে নয় জন বোলার ব্যবহার করে শিয়ালকোট স্টালিয়নস। সর্বশেষ এ বছর আইপিএলে গুজরাট লায়ন্সের বিপক্ষে ম্যাচে নয় জন বোলার ব্যবহার করেছিল বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।