• ভারত-ইংল্যান্ড
  • " />

     

    বাংলাদেশের কাছে হার কুকদের জন্য আশীর্বাদ!

    বাংলাদেশের কাছে হার কুকদের জন্য আশীর্বাদ!    

    আজ রাজকোটে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড ৫ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। স্বভাবসুলভভাবেই ঘরের মাটিতে ইংল্যান্ডকে স্পিনে ধরাশায়ী করতে প্রস্তুত অশ্বিন-জাদেজা জুটি। কিছুদিন আগেই নবাগত মিরাজের স্পিন জাদুতে বাংলাদেশের মাটিতে শেষ টেস্ট হেরে সিরিজ ড্র করেছিল কুকরা। তবে সাবেক ইংলিশ ব্যাটসম্যান জোনাথন ট্রট মনে করছেন, বাংলাদেশের বিপক্ষে এই হার ভারতের মাটিতে ইংলিশদের জন্য আশীর্বাদ বয়ে আনবে।

     

    ভারত সফরের আগে সাকিব, মিরাজদের বিপক্ষে খেলাটা কুকদের জন্য ভালো প্রস্তুতি হয়েছে বলেই ভাবছেন ট্রট, “বাংলাদেশের বিপক্ষে হারটা সতর্কবার্তা হলেও এটা ভারত সফরের জন্য ভালো একটা প্রস্তুতি হয়েছে। বেশিরভাগ সময়ে প্রতিপক্ষ দল মাঝেমধ্যে স্পিন ব্যবহার করে। যখন আপনি ভারতে যাবেন তখন আপনাকে বিশ্বের অন্যতম প্রধান স্পিন নির্ভর বোলিংয়ের মুখে পড়তে হবে, যেটা মোটেও সহজ নয়।”

     

    আজ অভিষেক হচ্ছে ওপেনার হাসিব হামিদের। টার্নিং পিচে অশ্বিন-জাদেজার মুখোমুখি হওয়াটা সহজ হবে না বলেই মনে করেন ট্রট, “স্লিপ, শর্ট লেগ, সিলি পয়েন্ট, লেগ স্লিপের সাথে স্পিনের বিপক্ষে শুরু করা খুবই কঠিন ব্যাপার। তাই এরকম পরিস্থিতির আগে অভিষেক হওয়া তরুণটি প্রস্তুতি ম্যাচ খেলতে পেরেছে, এটাই স্বস্তির ব্যাপার।”

     

    আগের সিরিজে ভারতের বিপক্ষে বাজেভাবে হেরেছিল নিউজিল্যান্ড। কুকদের ওপর তাই চাপটা একটু বেশিই। তবুও ট্রট আশা ছাড়ছেন না, “এটা অবশ্যই একটি উৎসবমুখর সিরিজ। পাঁচ টেস্টের এই লম্বা সময়ে অনেক চড়াই উতরাই আসতে পারে। দেখা যাক তাঁরা এটা সামলাতে পারে কিনা।”