• আইসিসি বিশ্বকাপ ২০১৫
  • " />

     

    স্যামি-মুনির জরিমান

    স্যামি-মুনির জরিমান    

    ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ড ম্যাচ চলাকালীন বিধি বহির্ভূত আচরণের দায়ে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি ও আয়ারল্যান্ডের পেসার জন মুনির প্রত্যেককে ম্যাচ ফি’র ৩০ শতাংশ করে জরিমানা করেছে আইসিসি। ম্যাচ রেফারী ক্রিস ব্রডের সুপারিশের প্রেক্ষিতে তাঁদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়।

     

     

    ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং চলাকালীন ৩৪তম ওভারে একটি শট খেলার পর স্যামি ‘অশোভন’ একটি উক্তি করেন যা টেলিভিশনের আওয়াজে শোনা যায়। এছাড়া ৪৫তম ওভারে জন মুনির একটি বলে একজন ফিল্ডার ক্যাচ ধরতে ব্যর্থ হবার পর তিনিও (মুনি) একাধিকবার উচ্চস্বরে বিরক্তি প্রকাশ করেন।

     

     

    আইসিসির এক বিবৃতিতে বলা হয়, “উভয় খেলোয়াড়ই স্ব স্ব অপরাধ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারীর প্রস্তাবিত জরিমানা মেনে নিয়েছেন।” এজন্য কোন আনুষ্ঠানিক শুনানিরও প্রয়োজন পড়ছে না বলে ওই বিবৃতিতে জানানো হয়।

     

     

    ম্যাচে ৮৯ রান করা স্যামি অবশ্য তাঁর আচরণের জন্য আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশও করেছেন, “দর্শকের কাছে আমি ক্ষমাপ্রার্থী, বিশেষ করে ছোট বাচ্চাদের কাছে যারা এটা শুনেছে।”