রুট- মঈনে ইংল্যান্ডের দিন
স্কোর
ইংল্যান্ড ১ম ইনিংস ৩১১/৪ ( রুট ১২৪ , মঈন আলী ৯৯, অশ্বিন ১০৮/২)
জোনাথন ট্রটের কথাটা তাহলে সত্যি প্রমাণিত হলো! ভারতের মাটিতে টেস্ট সিরিজের আগে বাংলাদেশ সফরটাই কি উপকার করেছে ইংলিশদের? খুব স্বাচ্ছন্দ্যের সাথে ভারতীয় স্পিনারদের খেলেছেন জো রুট এবং মঈন আলী। রুটের অসাধারণ সেঞ্চুরি এবং মঈন আলীর ৯৯ রানের সুবাদে প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে অ্যালিস্টার কুকের দল। দিন শেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ৩১১ রান।
টস ভাগ্যটা অনেকদিন পর বিরাট কোহলির পক্ষে যায়নি রাজকোটে। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন কুক। অভিষেক হওয়া হাসিব হামিদকে সাথে নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদের মুখে পড়তে পারতেন ইংলিশ অধিনায়ক। তবে অজিংকা রাহানে এবং কোহলি আশ্চর্যজনক ভাবে সহজ দুটি ক্যাচ ফেলে দিয়ে দুইবার জীবন দান করেন কুককে। উমেশ যাদবের বলে হাসিব হামিদের ক্যাচ ফেলেন স্লিপে দাঁড়ানো মুরালি বিজয়। এতগুলো সহজ সুযোগ হাতছাড়া হওয়ায় কোহলির মুখে চিন্তার ভাজ দেখা যাচ্ছিলো প্রথম ঘণ্টাতেই!
ভারতের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন রবীন্দ্র জাদেজা। ২১ রানে এলবিডাব্লিউ হয়ে সাজঘরে ফেরেন কুক। কিন্তু রিভিউটা না নিয়ে পড়ে হয়ত আফসোসই করেছেন। কারণ রিপ্লেতে দেখা গিয়েছিলো বল উইকেটে লাগেনি! হামিদও এরপর বেশিক্ষণ টিকতে পারেননি, ৩১ রানে অশ্বিনের বলে এলবিডাব্লিউ হন তিনিও। যদিও রুটের কথায় রিভিউ নিয়েছিলেন, তবে আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে। বেন ডাকেটকেও মাত্র ১৩ রানে ফেরান এই অশ্বিনই। ১০২ রানে ৩ উইকেট হারানো ইংল্যান্ডকে দেখে মনে হচ্ছিলো আবারো স্পিন জাদুতেই কুপোকাত হবে।
কিন্তু সেটা হতে দেননি রুট-মঈন জুটি। ভারতের বোলারদের হতাশ করে রুট তুলে নেন ক্যারিয়ারের ১১ তম সেঞ্চুরি। ২০১৩ সালের পর এই প্রথম কোনো সফরকারী ব্যাটসম্যান সেঞ্চুরি পেলেন ভারতে। চোখ ধাঁধানো সব শট খেলে আবারো প্রমাণ করেন কেন তাঁকে বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বলা হয়। অপর প্রান্তে মঈনও সমান তালে রান তুলতে থাকেন। ৮১ তম ওভারে রুটকে ফেরান যাদব। ১২৪ রানে সাজঘরে ফেরার আগে দলকে শক্ত ভিত করে দিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান।
বাকি সময়টা আর কোন বিপদ ছাড়াই পার করে দেন মঈন ও বেন স্টোকস। ৯৯ রানে অপরাজিত আছে মঈন আলী, স্টোকস করেছেন ১৯ রান। ১০৮ রানে ২ উইকেট পেয়েছেন অশ্বিন।