• ভারত-ইংল্যান্ড
  • " />

     

    'সৌভাগ্যবান' স্টোকসে ইংল্যান্ডের দিন

    'সৌভাগ্যবান' স্টোকসে ইংল্যান্ডের দিন    

    স্কোর

    ইংল্যান্ড ১ম ইনিংস ৫৩৭ ( বেন স্টোকস ১২৮, জো রুট ১২৪, মঈন আলী ১১৭; জাদেজা ৮৬/৩)

    ভারত ১ম ইনিংস ৬৩/০ ( গম্ভীর ২৮*, বিজয় ২৫*)


     

     

    ভারতের মাটিতে টেস্টে সর্বশেষ তিন ইনিংসেই শূন্য রানে প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল। এবার ব্যাট করতে নেমে নিশ্চয়ই সেই দুঃস্মৃতি বারবার ফিরে আসছিল। তবে একের পর এক জীবন পেয়ে সেই বেন স্টোকসই করলেন সেঞ্চুরি। তাঁর ইনিংসের ওপর ভর করেই পর্বতসমান রান দাড় করিয়েছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৫৩৭ রানের বিশাল স্কোর তাদের। জবাবে দিনশেষে ভারত করেছে বিনা উইকেটে ৬৩ রান।

     
     

    গতদিন ভারতীয় বোলারদের হতাশায় ডুবিয়ে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন জো রুট। ৯৯ রানে অপরাজিত থাকা মঈন আলী দিনের শুরুতেই তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। সেঞ্চুরির পর বেশি সময় টিকতে পারেননি, ১১৭ রানে আউট হয়েছেন উমেশ যাদবের বলে। আউট হওয়ার ভঙ্গিটা একটু অদ্ভুতই বলতে হয়। পুরো ইনিংসে যেখানে বলের লাইন, লেন্থ চমৎকারভাবে ধরতে পেরেছিলেন, সেখানে ভুল লেন্থের বল ছেড়ে দিয়ে বোল্ড হন এই বাঁহাতি ব্যাটসম্যান।

     
     

    কালকের মতো আজও বিরাট কোহলির দলের ক্যাচ মিসের মহড়া বজায় ছিল। বেশ কয়েকবার জীবন পেয়েছেন স্টোকস। এক ঋদ্ধিমান সাহাই ছেড়েছেন তাঁর দুটি ক্যাচ। যাদবের পরপর দুই ওভারে একইভাবে ক্যাচ ফেলেন সাহা। মিস করেছেন স্ট্যাম্পিংও! নার্ভাস নাইনটিতে দুবার রান আউটের হাত থেকে বেঁচে গিয়েছিলেন স্টোকস। ঘটনাবহুল এক ইনিংসে শেষ পর্যন্ত তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। শেষ ২০০৯ সালে সফরকারী শ্রীলংকার ৩ ব্যাটসম্যান একই ইনিংসে সেঞ্চুরি করেছিল ভারতের মাটিতে। ২০১৩ সালের পর জো রুটই প্রথম সফরকারী ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেলেন। অশ্বিন-জাদেজা জুটির স্পিন ঘূর্ণি এই দুইদিনে একেবারেই দেখা যায়নি।

     

    আনসারি, বেইরস্টোর সাথে জুটি গড়ে দলকে ৫০০ রানের ওপরে নিয়ে যান স্টোকস। শেষ পর্যন্ত সেই যাদবের বলে ঋদ্ধিমানের হাতেই ক্যাচ তুলে দেন। আনসারিকে আউট করে ইংলিশ ইনিংসের ইতি টানেন অমিত মিশ্র।

     

    ব্যাট করতে নেমে স্বাচ্ছন্দ্যেই শেষ সেশনটা পার করে দেন দুই ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর ও মুরালি বিজয়। অশ্বিন-জাদেজার মতো মঈন আলী, আদিল রশিদদাও পিচ থেকে খুব একটা সহায়তা পাননি। বিজয় ২৫ এবং গম্ভীর ২৮ রানে অপরাজিত আছেন।