• আইসিসি বিশ্বকাপ ২০১৫
  • " />

     

    বাংলাদেশের বিপক্ষেও থাকছেন না ফকনার

    বাংলাদেশের বিপক্ষেও থাকছেন না ফকনার    

    কার্লটন মিড ট্রাই সিরিজের ফাইনাল চলাকালীন মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। বিশ্বকাপ খেলতে পারা নিয়ে শঙ্কাটা মাথাচাড়া দেয় তখনই। কোমরের চোট নিয়ে প্রায় দুই সপ্তাহ মাঠের বাইরে আছেন অসি অলরাউন্ডার জেমস ফকনার। নামা হয় নি ইংল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে। আজ নিজেই জানালেন যে ২১ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটিও তাঁর খেলা হচ্ছে না।

     


     

    “বাংলাদেশের বিপক্ষে আমার খেলার কোন সম্ভাবনাই নেই, এটা আপনাদের নিশ্চিত করেই বলতে পারি”, ব্রিসবেনে সাংবাদিকদের সাথে আলাপকালে বলছিলেন ফকনার। তবে তিনি এ-ও জানালেন যে প্রতিনিয়ত তাঁর অবস্থার উন্নতি হচ্ছে। ক’দিন ধরে নেটে অনুশীলনও করছেন। বোলিংটা এখনও শুরু করতে না পারলেও ব্যাট হাতে ঘাম ঝরাচ্ছেন বেশ। ফকনার আশাবাদী যে খুব দ্রুতই তিনি দলে ফিরতে পারবেন।

     

     

     

    সমসাময়িক ক্রিকেটের অন্যতম সপ্রতিভ ‘ফিনিশার’ হিসেবে ইতোমধ্যেই খ্যাতি পেয়ে গেছেন। ২৪ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান বললেন চোটের কারণে একান্তই যদি বল করা সম্ভব না হয় তবে ‘বিশেষজ্ঞ’ ব্যাটসম্যান হিসেবেও তিনি খেলতে প্রস্তুত, “নির্বাচকরা আমাকে সেভাবে চাইলেও আমি সানন্দে রাজি আছি।

     

     

     

    আপাতত বাংলাদেশের বিপক্ষে যে তাঁকে দেখা যাচ্ছে না সেটা তো নিশ্চিত করেই বলে দিলেন। সে হিসেবে প্রথম ম্যাচে শুন্য রানে ফেরা শেন ওয়াটসন আরও একটা ম্যাচের জন্য পার পেয়ে যাচ্ছেন এটাও মোটামুটি নিশ্চিত।