"আমাদের অনেক কিছু বদলাতে হবে"
আর্জেন্টিনার পত্রিকা ওলেবড় করে শিরোনাম করেছে , "বিপর্যয়।" কথাটা সম্ভবত একটুও বাড়াবাড়ি মনে হবে না। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে ৩-০ গোলে হেরে যাওয়াটা এমনিতেই আর্জেন্টিনার জন্য মেনে নেওয়া কঠিন। কিন্তু সেই হারটা যখন বিশ্বকাপ-স্বপ্নে চাবুক বসিয়ে দেয়, তখন সেটাকে বিপর্যয় না বলে উপায় কী? ওলে যেমন বলছে, রাশিয়া বিশ্বকাপের আশা এখন আর্জেন্টিনার কাছে "রাশান রুলেটের" মতোই হয়ে গেছে।
কিন্তু লিওনেল মেসি এখন কী বলবেন? একের পর এক হোঁচট খেতে থাকা দল তো তাঁর দিকেই তাকিয়ে ছিল। চোট কাটিয়ে দলে ফিরেছিলেন মেসি। সাবেক বিশ্বকাপজয়ী কিংবদন্তি মারিও কেম্পেস পর্যন্ত বলেছিলেন, মেসি থাকলে আর্জেন্টিনা ব্রাজিলকে হারাতে পারবে। হারানো দুরে থাক, উল্টো নিজেরাই অসহায় আত্মসমর্পণ করে বসেছে।
মেসি স্বীকার করলেন, পরাজয়ের ধাক্কাটা তাদের জন্য অনেক বড় হয়েই এসেছে, "ওরা যখন আমাদেরকে আঘাত করেছে, সেটার জন্য আমাদের বিস্তর ভুগতে হয়েছে।" তবে মেসি জানেন, এই পরাজয়ের ধাক্কাটা যত দ্রুত সামলে উঠতে হবে। কলম্বিয়ার সঙ্গে পরের ম্যাচট যে এক রকম বাঁচা মরার লড়াই হয়ে উঠেছে। মেসি তাই সামনের দিকেই তাকালেন, "আমরা খুব ভালো করেই জানি আমাদের অনেক কিছু বদলাতে হবে। তবে আশার কথা হচ্ছে, এখনো আমাদের ভাগ্যটা নিজেদের হাতেই আছে। তবে আর কোনো পয়েন্ট হারালে চলবে না। আমরা হেরেছি, তবে এখনও সবকিছু শেষ হয়ে যায়নি। কলম্বিয়ার সঙ্গে ম্যাচটা জিতলেই অনেক কিছু ঠিক হয়ে যেতে পারে।"
তবে মেসি যেমন বলছেন, কাজটা অতটা সহজ হওয়ার কথা নয়। এর আগের দেখায় অবশ্য কলম্বিয়াকে তাদের মাঠে গিয়ে হারিয়ে এসেছিলেন মেসিরা। কিন্তু সেই ধাক্কা কাটিয়ে কলম্বিয়া এখন উঠে এসেছে পয়েন্ট তালিকার তিনে। আগের বারের পরাজয়ের প্রতিশোধ তো তারা নিতেই চাইবে।