• বাংলাদেশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    অবশেষে কুমিল্লা-গেরো কাটাল বরিশাল

    অবশেষে কুমিল্লা-গেরো কাটাল বরিশাল    

    সংক্ষিপ্ত স্কোর

    কুমিল্লা ২০ ওভারে ১২৯ (স্যামুয়েলস ৪৮, আবু হায়দার ২/৩৪)

    বরিশাল ১৮.৩ ওভারে ৪ উইকেটে ১৩০ (পেরেরা ৩৪*, মুশফিক ৩৩)


    অবশেষে বরিশালের কুমিল্লা-গেরো কাটল। এর আগে বিপিএলে দুই দলের তিন দেখায় শেষ হাসিটা হেসেছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস। সর্বশেষ ফাইনালের সেই হার তো বরিশাল বুলসের ভুলতে অনেকই সময় লাগবে। কিন্তু এবার সেই হাসিটা কেড়ে নিল বরিশাল, কুমিল্লাকে ৬ উইকেটে হারিয়ে এবারের টুর্নামেন্টে পেল নিজেদের প্রথম জয়। আর গত বারের চ্যাম্পিয়ন কুমিল্লা হারল প্রথম দুই ম্যাচেই।

    মিরপুরের মন্থর উইকেটে আজও বলতে গেলে লো স্কোরিং একটা ম্যাচই হলো। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন কুমিল্লা অধিনায়ক মাশরাফি। কিন্তু ব্যাটসম্যানরা শুরু থেকেই ছিলেন আসা যাওয়ার মিছিলে। দিনের দ্বিতীয় বলেই ইমরুলকে বোল্ড করেছেন তাইজুল। সেই শুরু। এরপর মারলন স্যামুয়েলস ছাড়া বাকি কেউই উইকেটে থিতু হতে পারেননি। অবশ্য কুমিল্লার রান কম হওয়ার জন্য কিছুটা দায় হয়তো স্যামুয়েলসকেও নিতে হবে। তাঁর সঙ্গে ভুল বোঝাবুঝিতেই যে আন আউট হয়ে গেছেন নাজমুল হোসেন শান্ত ও ইমাদ ওয়াসিম।

     

    শেষ পর্যন্ত স্যামুয়েলস যখন ৪৮ রানে আউট হয়েছেন, কুমিল্লার রান তখন ১১১। পরের ১০ বলে ১৮ রান হলো, তার কৃতিত্ব সোহেল তানভীরের। তিন ছক্কায় ১৯ বলে ৩০ রান করে অপরাজিত ছিলেন। স্যামুয়েলস আর সোহেল ছাড়া কুমিল্লার হয়ে যে দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন শুধু শান্ত ও খালিদ লতিফ।

    অথচ এই লক্ষ্যটাই একসময় বরিশালের জন্য বড় হয়ে যাবে বলে মনে হচ্ছিল। ১৩ ওভার শেষে বরিশাল ৭১ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছে, শেষ ৭ ওভারে আরও দুরকার ৫৯ রান। মিরপুরের উইকেটের জন্য সেটাই যথেষ্ট কঠিন বলেই মনে হছিল। কিন্তু সেখান থেকে হাল ধরেছেন মুশফিকুর রহিম ও থিসারা পেরেরা। মুশফিক ২৩ বলে ৩৩ রান করে আউট হয়ে গেছেন, নিজের প্রিয় স্লগ সুইপে দুই ছক্কাও মেরেছেন। তবে পেরেরা ২০ বলে ৩৪ রান করে দলকে জিত্তিয়েই মাঠ ছেড়েছেন। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তাঁর হাতেই।