দুর্দান্ত প্যাটেলে রাজশাহীর প্রথম জয়
স্কোর
ঢাকা ২০ ওভারে ১৩৮/৫ (মোসাদ্দেক ৫৯*, মারুফ ২৫; প্যাটেল ২/২০, মিরাজ ২/২২)
রাজশাহী ১৮.১ ওভারে ১৩৯/৪ (প্যাটেল ৪৪*, সাব্বির ৩১; জায়েদ ১/১৪)
ফল রাজশাহী ৬ উইকেটে জয়ী
প্রথম ম্যাচে সহজ জয়টা মুঠো থেকে বেরিয়ে গিয়েছিল রাজশাহীর। দ্বিতীয় ম্যাচে সেই ভুল আর করল না, ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে রাজশাহী। প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ের পর টুর্নামেন্টে নিজেদের প্রথম পরাজয়ের স্বাদ পেল ঢাকা।
টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজশাহী অধিনায়ক ড্যারেন স্যামি। দ্বিতীয় ওভারেই অধিনায়কের মুখে হাসি এনে দিয়েছেন ফর্মে থাকা তরুণ অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ, ফিরিয়ে দিয়েছেন কুমার সাঙ্গাকারাকে। তবে প্রথম ম্যাচে আলো ছড়ানো ওপেনার মেহেদী মারুফ আজও বড় কিছুর প্রতিশ্রুতি দিচ্ছিলেন। তবে এক ওভারেই দারুণ দুইটি ব্রেক থ্রু এনে দিয়েছেন ইংলিশ অলরাউন্ডার সামিত প্যাটে। বিপজ্জনক হয়ে উঠতে থাকা মারুফ ও জয়াবর্ধনেকে ফিরিয়ে দিয়েছেন ওই ওভারে কোনো রান না দিয়েই। ঠিক পরের বলেই নুরুল হাসানের দুর্দান্ত স্টাম্পিংয়ে মিরাজের বলে আউট হয়ে গেছেন সাকিব।
৪৩ রানে ৪ উইকেট হারিয়ে কাঁপতে থাকা ঢাকাকে এর পর পথ দেখিয়েছেন মোসাদ্দেক হোসেন ও রবি বোপারা। পঞ্চম উইকেটে দুজন মিলে যোগ করেছেন ৫৪ রান। বোপারা ২০ রান করে আউট হয়ে গেলেও মোসাদ্দেক ছিলেন শেষ পর্যন্ত। ষষ্ঠ উইকেটে ব্রাভোর সাথে ৪১ রান যোগ করে ঢাকাকে এনে দিয়েছেন ১৩৮ রান। লো স্কোরিংয়ের বিপিএলে সেটি লড়াই করার মতোই ছিল।
কিন্তু ১১ বল হাতে রেখেই মাত্র ৪ উইকেট হারিয়ে ওই রান পেরিয়ে গেছে রাজশাহী। দুই ওপেনার রনি তালুকদার ও মুমিনুল হক ৩ ওভারেই তুলে ফেলেছিলেন ২৭ রান। কিন্তু ২৭ রানে দুজন ফিরে যাওয়ার পর হঠাৎ একটু বেপথু রাজশহী। সেখান থেকে তাদের আবার আলো দেখিয়েছেন উমর আকমল ও সাব্বির রহমান। উমর ২৬ বলে ২৭ রান করে আউট গেলে হাল ধরেছেন সাব্বির ও প্যাটেল। সাব্বিরই একটু রয়েসয়ে খেলেছেন, বরং প্যাটেলই খেলেছেন হাত খুলে। উইকেটের চারপাশেই দারুণ সব শট খেলেছেন ইংলিশ অলরাউন্ডার। শেষ পর্যন্ত ২৫ বলে ৪৪ রান করে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। ৩৮ বলে ৩১ রান করে সাব্বির শেষ মুহূর্তে আউট না হলে ৭ উইকেটের জয় নিয়েই মাঠ ছাড়তে পারত রাজশাহী। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য প্যাটেল হয়েছেন ম্যাচসেরা।