কোহলির বিরল উইকেট
ইংল্যান্ডের বিপক্ষে বিরাট কোহলির রেকর্ড ভালো নয়। আজ রাজকোট টেস্টের চতুর্থ দিনে ৪০ রান তুলে ফেলার পর মনে হচ্ছিল দিনটি বোধহয় ভারত অধিনায়কের। কিন্তু বিধিবাম! ইংলিশ লেগ স্পিনার আদিল রশিদের করা একটা শর্ট বল ব্যাকফুটে খেলতে গিয়ে হিট উইকেট হয়ে গেলেন কোহলি। আউট হওয়ার ধরণের ভিত্তিতে নাম লেখালেন বিরল এক রেকর্ডে। ২২৩৩ টেস্টে মাত্র ২২তম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে হিট উইকেট হয়েছেন ২৮ বছর বয়সী ব্যাটসম্যান।
১৯৪৯ সালে সর্বশেষ ভারতীয় অধিনায়ক হিসেবে হিট উইকেট হয়েছিলেন লালা অমরনাথ। ৬৭ বছর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চেন্নাই টেস্টে ঘটেছিল এ ঘটনা। পিতার পদাঙ্ক অনুসরণ করেছিলেন লালার পুত্র মহিন্দর অমরনাথও। বাংলাদেশের এই সাবেক কোচ ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ তিনবার হিট উইকেট হয়েছিলেন। প্রথমবার ১৯৭৮ সালে লাহোরে পাকিস্তানের বিপক্ষে হিট উইকেট হয়েছিলেন মহিন্দর। এরপর মুম্বাইয়ে ১৯৭৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ও ১৯৮৪ সালে ফয়সালাবাদে আবারও পাকিস্তানের বিপক্ষে হিট উইকেট হয়েছিলন তিনি।
সর্বশেষ ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে হিট উইকেট হয়েছিলেন এক ভারতীয় ব্যাটসম্যান। তিনি ভিভিএস লক্ষণ।