• বাংলাদেশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    রংপুরের-রথ থামালো ঢাকা

    রংপুরের-রথ থামালো ঢাকা    

    রান খরা যেন কাটছিলোই না এবারের বিপিএলে। সেই প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ১৬১ রান করেছিল চিটাগং ভাইকিংস, এরপর যেন দলগুলো ভুলেই গেল কীভাবে রান করতে হয়। তবে আজ ঘুচেছে সে আক্ষেপ। রংপুর রাইডার্সের বিপক্ষে এবারের বিপিএলের সর্বোচ্চ ১৭০ রান করেছে ঢাকা ডায়নামাইটস। এরপর দারুণ বল করে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুরের জয়রথ থামিয়ে দিয়েছে ঢাকা। নাঈম ইসলামের দলটিকে ৭৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে সাকিব আল হাসানের দল।

    প্রথম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলেই ছক্কা ও চার মেরে আক্রমণের বার্তা দিয়েছিলেন ঢাকা ডায়নামাইটস ওপেনার মেহেদী মারুফ। কিন্তু চতুর্থ বলেই তাঁকে শহীদ আফ্রিদির ক্যাচ বানিয়ে ড্রেসিংরুমে ফেরত পাঠান অফ স্পিনার সোহাগ গাজী। এরপর ২য় উইকেটে ৫৭ বলে ৬৯ রানের দুর্দান্ত জুটি গড়ে তোলেন কুমার সাঙ্গাকারা ও নাসির হোসেন। ৩৩ বলে ৩৮ রান করে নির্বাচকদের দারুণ একটা বার্তা দিয়েছেন নাসির। ২৯ রান করেন শ্রীলঙ্কান কিংবদন্তি সাঙ্গাকারা। তবে ঢাকার হয়ে আসল আক্রমণটা চালান মোসাদ্দেক হোসেন। ৭ চার ও ২ ছয়ে ২৮ বলে অপরাজিত ৪৮ রান করেন মোসাদ্দেক। কুড়ি ওভারের ইনিংসে ১৯টি চার ও ৬টি ছয় মেরেছেন ঢাকার ব্যাটসম্যানরা।

    ১৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রংপুর রাইডার্স। সর্বোচ্চ ২৬ রান করেন অধিনায়ক নাঈম ইসলাম। ঢাকার ব্যবহার করা আট বোলারের সাতজনই পেয়েছেন উইকেট। সর্বোচ্চ ২ উইকেট পেয়েছেন ডোয়েইন ব্রাভো। বোলিংয়ের সময় চোট পাওয়ায় ব্যাটিংয়ে নামতে পারেননি রংপুর রাইডার্সের ইংলিশ পেসার রিচার্ড গ্লিসন।

    এই জয়ে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে চলে এসেছে ঢাকা ডায়নামাইটস। সমান পয়েন্ট নিয়েও রান রেটে পিছিয়ে থেকে দ্বিতীয় রংপুর রাইডার্স।