• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    রোনালদো হতে চেয়েছিলেন ইব্রাহিমোভিচ!

    রোনালদো হতে চেয়েছিলেন ইব্রাহিমোভিচ!    

    ফুটবল ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার মানা হয় তাঁকে। ক্লাব কিংবা জাতীয় দল, সবখানেই ব্রাজিলের রোনালদোর সাফল্য ঈর্ষণীয়। অন্যদিকে জাতীয় দলে খুব একটা সাফল্য না পেলেও ক্লাব ফুটবলে ইব্রাহিমোভিচের রেকর্ডের কমতি নেই। রোনালদো-ইব্রা দুজনই খেলেন একই পজিশনে। রোনালদো যখন মাঠ কাপিয়ে বেড়াচ্ছেন, ইব্রা তখন নেহায়েতই বালক। ছোটবেলায় রোনালদোই ছিলেন তাঁর আদর্শ, বড় হয়ে তাঁর মতই খেলার ইচ্ছাও জেগেছিল!

     

    ইন্টার, বার্সেলোনা ও মাদ্রিদে খেলেছেন দাপটের সাথে। ব্রাজিলের হয়ে বিশ্বকাপেও করেছেন রেকর্ড ১৫ গোল। অবসরে গিয়েছেন অনেক বছর হলো, তবুও এখনো রোনালদোতেই মুগ্ধ হয়ে আছেন ইব্রা, “আমার মনে হয় রোনালদো এক কথায় অসাধারণ। তিনি এমন একজন ফুটবলার, যিনি যা করেছেন সেটাই দারুণ হয়ে গিয়েছে।”

     

    ছোটকালে ঠিক রোনালদোর মতই খেলতে চেয়েছিলেন এই ইউনাইটেড স্ট্রাইকার, “একজন তরুণ ফুটবলার হিসেবে আমি তাঁর খেলা দেখে ভাবতাম, “আমি ঠিক এরকমই খেলতে চাই”। তিনি কঠিন সব জিনিস করতে আর সেটাই জাদুকরি হয়ে যেত। তাঁর মতো আগে কেউ ছিল না, এখনো কেউ নেই।”