'এক কিংবা একশো রান নয়, ম্যাচ জেতানোই আসল'
দল না জিতলেও তিনি জিতেছেন হৃদয়। ৬১ বলে ১২২ রানের এক অনন্য সাধারণ ইনিংস খেলে সাব্বির রহমান গড়েছেন বিপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড। ব্যাট হাতে এমন সাফল্যের পরও সন্তুষ্ট নন রাজশাহী কিংসের ব্যাটসম্যান। বরিশাল বুলসের কাছে দল যে হেরে গেছে ৪ রানে। বলেছেন, “একশো করে ম্যাচ হারলেও কোনো ফিলিংস থাকে না।”
প্রথম দুই ম্যাচে নিজের জাত চেনাতে পারেননি সাব্বির রহমান। খুলনা টাইটানসের সঙ্গে করেছেন ৪ ও ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে স্বভাব বিরুদ্ধ ৩৯ বল ৩১ রান। আজ বরিশাল বুলসের বিপক্ষে ম্যাচে নিজেকে পরিপূর্ণভাবে মেলে ধরলেন রাজশাহীর ব্যাটসম্যান। ৯টি চারের সঙ্গে মেরেছেন ৯টি বিশাল ছক্কাও। কিন্তু এরপরও হাসি নেই ২৫ বছর বয়সী ব্যাটসম্যানের মুখে। সংবাদ সম্মেলনে বললেন, “একশো রান করেও আমি হতাশ। আমাদের উচিৎ ছিল ম্যাচটা জেতা।”
জাতীয় দলে সাব্বির রহমান এসেছিলেন টি-টোয়েন্টি বিশেষজ্ঞ হিসেবে। সেখান থেকে ওয়ানডে হয়ে গায়ে চাপিয়েছেন টেস্ট ক্রিকেটের সাদা জার্সিও। সাব্বির বললেন ক্রিকেটের এই ফরম্যাটটাই তাঁর প্রিয়, “টি-টোয়েন্টি আমারই ম্যাচ, আমারই খেলা। এর মাধ্যমেই আমি জাতীয় দলে ঢুকেছি। তাই আমি বিশ্বাস করেছি আজ না হয় কাল বড় ইনিংস খেলবই ইনশা আল্লাহ।”
আজকের ম্যাচে ১২২ রান করে সাব্বির ভেঙ্গেছেন ক্রিস গেইলের বিপিএল সর্বোচ্চ ১১৬ রানের রেকর্ড। বিপিএলের প্রথম আসরের রেকর্ড ভাঙলো চতুর্থ আসরে এসে। রাজশাহীর তরুণ মনে করেন না তাঁর রেকর্ডটি বেশিদিন অক্ষত থাকবে, “আজকে ১২২ রান করে ৬১ বলে। একটা রেকর্ড করেছি। কিন্তু এ রেকর্ড ভাঙতে আরেকজন আসবে।"
সাব্বিরের স্ট্রাইক রেট আজ ছিল ঠিক ২০০। প্রতিপক্ষের দেয়া ১৯৩ রানের লক্ষ্য টপকে যেতে যা ছিল যথার্থ। বড় স্কোর তাড়া করতে নিজের কৌশলটা পরিষ্কার করেছেন এই তরুণ ব্যাটসম্যান, “আমি শুধু রান রেট ফলো করি। চেষ্টা করি কীভাবে রান রেটটা ৫/৬ এ নামিয়ে আনতে পারি।”
জয়ের সুবাস পেতে পেতেও দুটি ম্যাচে হেরে গেছে রাজশাহী। শেষ ওভারের ভেলকিতে কী থেকে কী হয়ে যাচ্ছে তা ঠাউরে উঠতে পারছেন না সাব্বিরও, “প্রথম ম্যাচটা ক্লোজ ছিল। আমাদের জেতা উচিৎ ছিল। এ ম্যাচটাও জেতা উচিৎ ছিল। জানি না ব্যাটসম্যানরা শেষ ওভারে কী চিন্তা করে। হয়তো ছয় বলে ছয় রান লাগে বলে একটা ছক্কা মেরে ম্যাচ জেতানোর চেষ্টা থাকে। ব্যাপারটা আসলে আমি নিজেও জানি না।”
সাব্বির বলছেন এ প্রশ্নের উত্তর শিগগির পেতে হবে রাজশাহীকে, “আমরা টি-টোয়েন্টির দুই ইনিংসে উনচল্লিশ ওভার ভালো খেলেও এক ওভার ভালো না খেলে আমরা ম্যাচ হেরে যাচ্ছি।এটা আমাদের তাড়াতাড়ি বের করতে হবে কেন এমন হচ্ছে।”
এর একটা সমাধানও দেখছেন রাজশাহীর এই আইকন, “আমাদের মানসিকতা শক্ত করতে হবে। এক রান করে নিয়েও ম্যাচ জেতা যায়। চার বা ছয় মেরে সবসময় ম্যাচ জেতা যায় না। দুইটি ম্যাচে আমরা ছয় মারতে গিয়ে হেরে গেছি। আমার মনে হয় ৬ বলে ১০ রান বেশ সহজ। তিন বা চার করে নিয়ে ম্যাচটা ক্লোজ করলে এটা সহজ।”