হারের হ্যাটট্রিক মাশরাফির কুমিল্লার
সংক্ষিপ্ত স্কোরঃ
খুলনা টাইটানস ২০ ওভারে ১৪৪/৯ (হাসানুজ্জামান ৩৭, ফ্লেচার ২৩, শুভাগত ১৬; তানভির ১৯/৩, মাশরাফি ২৬/৩)
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২০ ওভারে ১৩১/৯ (স্যামুয়েলস ৩০, ইমরুল ২১, তানভির ২১; শফিউল ১৯/২, জুনায়েদ ২৪/২)
ফলঃ খুলনা টাইটানস ১৩ রানে জয়ী
কিছুতেই যেন পথ খুঁজে পাচ্ছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চিটাগং ভাইকিংস ও বরিশাল বুলসের কাছে প্রথম দুই ম্যাচ হেরে গিয়েছিল গতবারের শিরোপাজয়ী দলটি। আজ খুলনা টাইটানসের বিপক্ষে ম্যাচেও ১৩ রানে হেরে গিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল।
সর্বশেষ দুটি ম্যাচ রান প্রসবা হওয়ার পর মনে হচ্ছিল এইবার বুঝি বিপিএলের রান খরা ঘুচলো। কিন্তু আজ খুলনা টাইটানস ও কুমিল্লা ভাইকিংসের মধ্যকার ম্যাচটি আবারও হাঁটলো রান খরার সেই পুরনো পথেই। টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল খুলনা। ওপেনিং জুটিতে দ্রুতই ৪৫ রান তুলে ফেলেন আন্দ্রে ফ্লেচার ও হাসানুজ্জামান। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ওঠে ৪৭ রান। তবে পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৪৪ রানের বেশি তুলতে পারেনি খুলনা। দলের হয়ে ৩০ বলে সর্বোচ্চ ৩৭ রান করেন ওপেনার হাসানুজ্জামান। কুমিল্লার হয়ে দুর্দান্ত বোলিং করেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সোহেল তানভির। ২৬ রানে ৩ উইকেট নিয়েছেন মাশরাফি, ১৯ রান দিয়ে তানভিরেরও শিকার ৩ উইকেট। অফ স্পিনার নাজমুল হোসেন শান্ত পেয়েছেন ২ উইকেট।
১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম ওভারেই লিটন দাসের উইকেট তুলে নেন শুভাগত হোম। শেষ পর্যন্ত কুড়ি ওভারে তাদের ইনিংস থামে ৯ উইকেটে ১৩১ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেছেন কুমিল্লার ক্যারিবীয় ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস। ২টি করে উইকেট নিয়েছেন খুলনার পেসার জুনায়েদ খান ও শফিউল ইসলাম। শুভাগত হোম, কেভন কুপার ও মোশাররফ হোসেন নিয়েছেন ১টি করে উইকেট।