হয়তো পরবর্তী কোন ম্যাচে
ক্যারিবিয়ান কোচ দলে থাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাড়তি সুবিধা পাবেন বলে কাল দাবি করেছিলেন আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। সেই সুবিধা সাঙ্গ করেই কিনা কে জানে, ক্যারিবিয়ানদের সাথে তো আজ জিতেই গেল আয়ারল্যান্ড। নিউজিল্যান্ড ম্যাচ সামনে রেখে মোটামুটি একই ধরনের কথা আজ শোনা গেল স্কটিশ কাপ্তান প্রেসটন মমসেনের কাছ থেকে। স্কটল্যান্ডের কোচ যে একজন নিউজিল্যান্ডার !
তাই বলে আবার ধরে নেবেন না, কিউইদের বিপক্ষে জেতার ভালো সম্ভাবনা আছে স্কটিশদের। নিজেদের মাটিতে সবসময়ই দুর্বার নিউজিল্যান্ড। তাঁর উপর সম্প্রতি তাঁদের অধিকাংশ খেলোয়াড়ের যে ফর্ম, ডানেডিনে কালকের ম্যাচটায় খুব একটা পাত্তা পাওয়ার কথা নয় স্কটল্যান্ডের। শ্রীলঙ্কাকে তো গত ম্যাচে প্রায় উড়িয়েই দিয়েছে ম্যাককালাম বাহিনী। ঐ ম্যাচটায় তেমন কোন ভূমিকা রাখতে না পারা একমাত্র ব্যাটসম্যান রস টেলরের জন্য তাই ব্যক্তিগত সংগ্রহটা বাড়িয়ে নেওয়ার বেশ ভালো একটা সুযোগ কালকের ম্যাচ।
আরো পড়ুনঃ
স্যামি-মুনির জরিমানাউইন্ডিজের আইরিশ লজ্জা প্রথম নয়!
সাম্প্রতিক ফর্ম অবশ্য স্কটল্যান্ডেরও খারাপ বলা যাবে না। প্রথম প্রস্তুতি ম্যাচে ১৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আয়ারল্যান্ডকে। পরেরটাতেও ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়েছে ক্যারিবিয়ানদের বিপক্ষে। বিশ্বকাপের বাছাই-পর্বে টানা সাত ম্যাচ অপরাজিত ছিল তারা। মিডল অর্ডারে ম্যাট মাচানের সাথে চমৎকার ফর্মে আছেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান কাইল কোয়েটজার ও ক্যালাম ম্যাকলিওড। পেসার অ্যালেসডেয়ার ইভান্সের সাথে ঘূর্ণি বল নিয়ে প্রস্তুত আছেন মাজিদ হক। মমসেন তো আর এমনি এমনি বলেননি, চমকে দেয়ার জন্যই এবারের বিশ্বকাপে এসেছেন তাঁরা।
সব মিলিয়ে বলা যায়, চমক দেখার একটা ভালো সম্ভাবনা রয়েছে স্কটল্যান্ডের কাছ থেকে। তবে চমকে দেয়ার সে আশাটা হয়তো পরবর্তী কোন ম্যাচের জন্য তুলে রাখতে হবে তাদের। ছবি-সূত্রঃএএফপি