"এখনো আমাদের আশা শেষ হয়ে যায়নি"
কিছুই যেন ঠিকঠাক হচ্ছে না। গতবারের চ্যাম্পিয়নরা নিজেদের হারিয়ে খুঁজছে। প্রথম ম্যাচে চট্টগ্রামের কাছে হার দিয়ে শুরু। পর পর দুই ম্যাচে বরিশাল ও খুলনার কাছেও হারতে হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে। তবে মাশরাফি বিন মুর্তজা এখনো আশাবাদী, খুব শিগগির ব্যর্থতার বৃত্ত থেকে বেরুতে পারবে কুমিল্লা।
শুরুটা খারাপ করেও শেষ পর্যন্ত খুলনাকে আজ ১৪৪ রানের বেশি করতে দেয়নি কুমিল্লা। মাশরাফির দৃষ্টিতে যেটি "আনবিলিভেবল"। কিন্তু সেই রান তাড়া করে ভালো শুরু করেও খেই হারিয়ে ফেলেছে কুমিল্লা। মাশরাফিও স্বীকার করে নিলেন ব্যাটিংইয়েই তারা পথ হারিয়েছেন, "এই রান আমাদের তাড়া করা উচিত ছিল। বোলিংটা খুবই ভালো হয়েছে, কিন্তু আমরা ব্যাটিংয়ে ভালো শুরু করেও শেষ করতে পারিনি।' ওপেনার সৈকত আলী আজ মাঠে নেমে চোট পেয়েছেন। সেই চোট নিয়েই পরে বাধ্য হয়ে মাঠে নেমে হয়ে গেছেন রান আউট। মাশরাফি সেটিও মনে করিয়ে দিলেন, 'দুর্ভাগ্যজনকভাবে, আজ সৈকত ইনজুরড ছিল। ওরই ওপেন করার ছিল। লিটনকে সেজন্য ওপরে নিয়ে আসতে হয়েছে। " মাশরাফি অবশ্য এখনো বলছেন, দলে ব্যাটসম্যানরা যথেষ্টই সামর্থ্যবান, " ইমরুল এখন বাংলাদেশের সবার মধ্যে সেরা ফর্মে আছে। আর স্যামুয়েলস তো আছে। আর আমার মনে হয়েছে, আমাদের বাটসম্যানদের অভাব নেই।"
কিন্তু পর পর তিন ম্যাচ হারে কি কুমিল্লা শিরোপা দৌড় থেকে ছিটকে গেল? মাশরাফি সেটি মানলেন না, "আমরা এখনো ছিটকে যাইনি। আমার বিশ্বাস, ঘুরে দাঁড়াতে পারলে মোমেন্টাম আসতে পারে। আর টি-টোয়েন্টি এরকমই হারের সময় কিছুই ঠিকঠাক হয় না। এখনোও নয়টা ম্যাচ বাকি। আমার বিশ্বাস, এখনো আমাদের সুযোগ আছে। সেজন্য আমাদের আরেকটু দায়িত্বশীল বাটিং করতে হবে। আমি এখনো ইতিবাচক।"
আজ নিজে ২৬ রানে ৩ উইকেট নিয়েও শেষ পর্যন্ত জেতাতে পারেনি দলকে। সামনের ম্যাচে মাশরাফি নিশ্চয় যে কোনো ভাবে দলকে অনুপ্রাণিত করতেই চাইবেন।