উইকেটে ঘাস দেখে অবাক কোহলি
বাংলাদেশে মিরাজ-সাকিবদের হাতে ইংলিশ ব্যাটসম্যানরা নাকাল হওয়ার পর মনে হচ্ছিল ভারতেও বুঝি ইংল্যান্ডের জন্য পাতা হবে স্পিন ফাঁদ। কিন্তু রাজকোটে প্রথম টেস্টে হলো না তেমন কিছুই। শেষ দিনেও বল খুব বেশি ঘোরেনি। উল্টো উইকেটে দেখা গেল ঘাস। চতুর্থ ইনিংসে ছয় উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ড্র করে ভারত। অধিনায়ক বিরাট কোহলি বলেছেন উইকেটে এত ঘাস দেখে তিনি বিস্মিত।
টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষ দল ভারত। দলে আছে রবিচন্দ্রন অশ্বিনের মতো টেস্ট সেরা স্পিনার। কিন্তু তার পরও রাজকোটে প্রথম টেস্টে ইংল্যান্ডের মাত্র নয়টি উইকেট নিতে পেরেছে ভারতীয় স্পিনাররা। এর পেছনে উইকেটের দায় দেখছেন ভারত অধিনায়ক, “সত্যি বলতে কী উইকেটে ঘাসের পরিমাণ দেখে আমি বিস্মিত হয়েছি। এমনটা হওয়া উচিৎ হয়নি।”
অবশ্য অশ্বিন-জাদেজারা ব্যর্থ হলেও সাফল্য পেয়েছেন ইংলিশ স্পিনাররা। ভারতের মোট ১৩টি উইকেট তুলে নিয়েছেন মঈন আলী-আদিল রশিদরা।তাই শেষ পর্যন্ত ম্যাচটা ড্র করতে পেরে খুশি ভারত অধিনায়ক, “এখন অন্তত আমরা ড্র করা শিখেছি। আমাদের নিয়ে কিছু লোক সন্দিহান ছিল যে আমরা ড্র করতে জানি না।” কোহলি বলেছেন, “এর আগে আমরা হয় ম্যাচ জিততাম নয়তো হারতাম।”
১৭ নভেম্বর থেকে বিশাখাপট্টমে শুরু হবে দুই দলের মধ্যে সিরিজের দ্বিতীয় টেস্ট।