• বাংলাদেশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    “দেশের খেলোয়াড়দেরই ভালো করতে হবে"

    “দেশের খেলোয়াড়দেরই ভালো করতে হবে"    

    ৫৯ বলে ৬৫ রান করে এবারের বিপিএলে তৃতীয় ফিফটি তুলে নিয়েছেন বরিশাল বুলসের ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস। মোট ১৮৪ রান করে আছেন রান সংগ্রহের দিক থেকে শীর্ষে। ১৭৪ রান করে দ্বিতীয় স্থানে আছেন বরিশাল অধিনায়ক মুশফিকুর রহিম। শুধু তাই নয় এবারের বিপিএলে শীর্ষ পাঁচ রান সংগ্রাহকের সবাই বাংলাদেশি। সংবাদ সম্মেলনে এসে স্বদেশি ব্যাটসম্যানদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিক। বলেছেন, “বিপিএলে ভালো করতে হলে দেশের খেলোয়াড়দেরই ভালো করতে হবে।”

    বাংলাদেশের স্থানীয় ক্রিকেটাররা এবারের বিপিএলে রেকর্ড বুক থেকে বিদেশীদের নাম বুঝিয়ে দেবেন বলেও যেন নেমেছেন। কাল রাজশাহী কিংসের সাব্বির রহমান বরিশালের সঙ্গে ১২১ রানের ইনিংসে বিপিএলে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ডও ভেঙে দিয়েছেন। সবচেয়ে বেশি রানে নাফীস, মুশফিকের পরে অবশ্য সাব্বির নন, আছেন আরেক চমক মেহেদী মারুফ। প্রথম ম্যাচে বিস্ফোরক রানের পর আজ কুমিলাল্র বিপক্ষে খেলেছেন ৬০ রানের আরেকটি দারুণ ইনিংস। ১৪৩ রান নিয়ে শীরড়ষ পাঁচের সর্বশেষ নামটি তামিম ইকবালের। মুশফিকও তাই মানলেন, "এবারের বিপিএলে দেখবেন শেহজাদের ওই ইনিংস ছাড়া দেশি ক্রিকেটাররাই ভালো করেছে। শুরুর দিকেও সবাই স্থানীয় ব্যাটসম্যান। আসলে বিপিএলে স্থানীয় ক্রিকেটারদের ভালো করার সুযোগ বেশি, প্রতি ম্যাচে তো সাতজন খেলে। আমাদের লক্ষ্য থাকে, প্রতি ম্যাচের অন্তত তিনজন স্থানীয় ক্রিকেটার যেন নিজেদের মেলে ধরতে পারে।""

    মুশফিক, সাব্বির, তামিম অবশ্য অনেক দিন ধরেই বাংলাদেশের ব্যাটিংয়ের ভরসা। তবে শাহরিয়ার নাফীস ও মেহেদী মারুফ এবারের বিপিএলে যে একটা বার্তাই দিচ্ছেন। নাফিসের সতীর্থ হিসেবে মুশফিক আলাদাভাবে জাতীয় দলের এই সতীর্থকে প্রশংসা বৃষ্টিতে ভেজালেন , “নাফিস ভাই অসাধারণ খেলছেন। টি-টোয়েন্টিতে খুব গুরুত্বপূর্ণ হলো যে টপ অর্ডারের চার ব্যাটসম্যানের একজনের ভালো করা। নাফিস ভাই সেখানে দারুণ খেলেছেন।”