টানা চতুর্থ হার কুমিল্লার
সংক্ষিপ্ত স্কোরঃ
ঢাকা ডায়নামাইটস ২০ ওভারে ১৯৪/৫ (মারুফ ৬০, নাসির ৪৩, সাকিব ২৪; রশিদ ২৮/৩, আল-আমিন জুনিয়র ৭/১, টেন ডেসকাটে ৩৬/১)
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২০ ওভারে ১৬১/৯ (মাশরাফি ৪৭, তানভির ২০, ইমরুল ১৯; শহীদ ৩৪/৩, প্রসন্ন ১৫/২)
ফলঃ ঢাকা ডায়নামাইটস ৩৩ রানে জয়ী
কী এক কুম্ভীপাকে পড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স! কিছুতেই কাটছে না গেরো। গতবারের শিরোপাজয়ী দলটি যেন আটকা পড়েছে অসম্ভব এক ছায়াবৃত্তে। আজ ঢাকা ডায়নামাইটসের কাছে ৩৩ রানে হেরে গেছে মাশরাফি বিন মুর্তজার দল। এই নিয়ে এবারের বিপিএলে এটি তাদের টানা চতুর্থ হার।
এবারের বিপিএলের প্রথম পর্বকে বোধহয় তাড়াতাড়ি ভুলে যেতে চাইবে কুমিল্লা। প্রথমে ব্যাট করতে নেমে এবারের বিপিএলের সর্বোচ্চ ১৯৪ রান করেছিল ঢাকা ডায়নামাইটস। শুরু থেকে ঢাকার হয়ে আক্রমণে নেতৃত্ব দেন ওপেনার মেহেদী মারুফ। ৩৯ বলে ৬০ রানের এক আক্রমণাত্মক ইনিংস খেলেন এই ২৮ বছর বয়সী ব্যাটসম্যান। ৪টি চারের সাথে যাতে ছিল তিনটি বিশাল ছক্কাও। এই নিয়ে বিপিএলের ৪ ম্যাচে ১৭০ রান করলেন ঢাকার ওপেনার।
রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে ৩৮ রান করার পর আজ ৪৩ রান করেছেন নাসির হোসেন। ৩৫ বলে ৪৩ করার পথে ৫টি চার মেরেছেন এই অলরাউন্ডার। ২ ছক্কা ও ১ চারে শেষের দিকে ১৩ বলে ২৪ রান করেছেন ঢাকা ডায়নামাইটস অধিনায়ক সাকিব আল হাসান। কুমিল্লার হয়ে ৩ উইকেট নিয়েছেন লেগ স্পিনার রশিদ খান।
১৯৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৭৪ রানেই পড়ে যায় দলের সাতটি উইকেট। শেষের দিকে কেবল পরাজয়ের ব্যবধান পেরেছেন বাকিরা। ৮ম উইকেটে মাশরাফি বিন মুর্তজা ও সোহেল তানভির গড়ে তোলেন ৩৭ রানের জুটি। ২০ রান করে তানভির আউট হয়ে গেলেও বিস্ফোরক এক ইনিংস খেলেন কুমিল্লা অধিনায়ক। ১৯তম ওভারে সাকিব আল হাসানকে চার-চারটি দৈত্যাকার ছক্কা মেরেছেন মাশরাফি। শেষ পর্যন্ত ৩৫ বলে ৪৭ রান করে শহীদের বলে বোল্ড হন মাশরাফি। আট বোলার ব্যবহার করেছেন ঢাকা অধিনায়ক সাকিব আল হাসান। ৩টি উইকেট পেয়েছেন মোহাম্মদ শহীদ, সেকুগে প্রসন্নের শিকার ২ উইকেট।