"ফিফটির" টেস্টে কোহলির সেঞ্চুরি
স্কোর
ভারত ১ম ইনিংস ৩১৭/৪ ( কোহলি ১৫১*, পূজারা ১১৯; অ্যান্ডারসন ৪৪/৩)
বিশাখাপত্তমের ‘অভিষেক’ টেস্ট ম্যাচ উপলক্ষে জড়ো হয়েছিল হাজারো মানুষ। স্কুলের ছোট ছোট বাচ্চাদের কল্লোলে মুখরিত ছিল পুরো স্টেডিয়াম। নিজের ৫০তম টেস্ট খেলতে নামা বিরাট কোহলি হতাশ করেননি দর্শককে। কোহলি-পূজারা জুটির জোড়া সেঞ্চুরিতে প্রথম দিনশেষে বড় সংগ্রহের দিকেই এগোচ্ছে ভারত।
এই ম্যাচে অভিষেক হয়েছে ভারতের জয়ন্ত যাদবের। মাসখানেক আগে এই মাঠেই নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক হয়েছিল তাঁর। ম্যাচটি ইংলিশ ব্যাটসম্যান জো রুটের জন্যও ছিল স্মরণীয়, কোহলির মতো তিনিও পূর্ণ করলেন টেস্ট খেলার হাফ সেঞ্চুরি।
টস ভাগ্য এবার কোহলির পক্ষেই গিয়েছে। ম্যাচের আগে থেকে বলা হচ্ছিল শেষের দিকে পিচে স্পিন ধরবে। ব্যাটিং নিতে তাই একটুও ভাবতে হয়নি ভারতের অধিনায়ককে। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। রঞ্জি ট্রফিতে দারুণ খেলা লোকেশ রাহুল নিজের ফেরার ম্যাচে শূন্য রানে আউট হন। স্টুয়ার্ট ব্রডের নির্বিষ বলটা ছেড়ে দিলেও খুব একটা ক্ষতি হতোনা! আরেক ওপেনার মুরালি বিজয়ও বেশিক্ষণ টিকতে পারেননি, ২০ রানে অ্যান্ডারসনের বলে স্টোকসের হাতে ক্যাচ দেন।
এরপরেই শুরু কোহলি-পূজারার সেই অসাধারণ জুটির। দুজন সাবলীলভাবে ব্যাটিং করেছেন শুরু থেকেই। যদিও কয়েকবার নিজেদের মাঝে ভুল বোঝাবুঝির জন্য রানআউট হতে নিয়েছিলেন পূজারা। ৫৬ রানে জীবন পেয়েছিলেন কোহলি। আদিল রশিদ ফাইন লেগে ক্যাচ ছাড়লে পুরো স্টেডিয়াম আনন্দে ফেটে পড়ে। চা বিরতির আগে দুই ব্যাটসম্যানই পৌঁছে গিয়েছিলেন সেঞ্চুরির কাছাকাছি। ২০০২ সালের পর ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় উইকেটে শতরানের পার্টনারশিপ হলো, হেডিংলিতে শচীন-দ্রাভিড় ১৫০ রানের জুটি গড়েছিলেন। চা বিরতির আগে ঘটেছে মজার এক ঘটনা। হুট করে মাঠে ঢুঁকে পরে একটি কুকুর। নিরাপত্তা কর্মীরা অনেক চেষ্টার পর সেটাকে তাড়িয়ে দেয়।
চা বিরতির পরপরই নিজের ১০ম সেঞ্চুরি তুলে নেন পূজারা। এর কিছুক্ষণের মাঝেই ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি পূর্ণ করেন কোহলি। সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি পূজারা। ১১৯ রানে অ্যান্ডারসনের বলে সাজঘরে ফেরেন পূজারা, ভাঙ্গে ২২৬ রানের পার্টনারশিপ। দ্বিতীয় নতুন বল নেয়ার পরপরই দিনের শেষ দিকে ২৩ রানে এই অ্যান্ডারসনের বলেই ফিরতে হয় অজিঙ্কা রাহানেকে।
১৫১ রান করে অপরাজিত আছেন কোহলি। যেভাবে খেলছেন, তাতে মনে হয় নিজের তৃতীয় ডাবল সেঞ্চুরিটা কাল পেয়েই যাবেন! অশ্বিনকে নিয়ে দ্বিতীয় দিনের খেলা করবেন তিনি।