গম্ভীরের সঙ্গে অন্যায় করা হয়েছেঃ সৌরভ
দুই বছর পর নিউজিল্যান্ডের বিপক্ষে ইন্দোর টেস্ট দিয়ে দলে ফিরেছিলেন গৌতম গম্ভীর। ছিলেন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্টের দলেও। কিন্তু রাজকোট টেস্টের দুই ইনিংস মিলিয়ে ২৯ রান করার পর বিশখাপট্টম টেস্টের দল থেকে বাদ পড়ে গেছেন গম্ভীর। পর্যাপ্ত সুযোগ না দিয়ে সাবেক সতীর্থকে দল থেকে বাদ দেয়াটা মেনে নিতে পারেননি সৌরভ গাঙ্গুলী। বলেছেন অভিজ্ঞ এই ওপেনারকে এভাবে বাদ দেয়াটা অন্যায়।
আবারও সুযোগ পাওয়ার পর মনে হচ্ছিল ভারতীয় দলে বোধহয় পুনর্জন্ম হলো গৌতম গম্ভীরের। কিন্তু রাজকোটে নিজেকে চেনাতে পারেননি তিনি। উপরন্তু ঘরোয়া ক্রিকেটে লোকেশ রাহুলের দুর্দান্ত ব্যাটিংয়ের পর বিশাখাপট্টম টেস্ট থেকে বাদই পড়ে গেলেন ৩৫ বছর বয়সী গম্ভীর। মুরালি বিজয়ের সঙ্গে ওপেনিংয়ে দেখা গেল সেই লোকেশ রাহুলকেই। এক টেস্ট খেলিয়েই সাবেক সতীর্থকে এভাবে বাদ দেয়ায় অখুশি সৌরভ গাঙ্গুলী, “গৌতম গম্ভীরের ব্যাপারে ভারতীয় দলকে একটা সিদ্ধান্তে আসতে হবে। যদি ওকে নিয়ে কোনো পরিকল্পনা থাকে তাহলে কোহলি ও কুম্বলেকে ওর সঙ্গে বসতে হবে। বলতে হবে, দেখ তোমাকে শুধু একটা টেস্ট খেলাবো এটা ভেবো না। গম্ভীরের জন্য ব্যাপারটা অনেক চাপের এবং কোনোভাবেই শোভন নয়।”
এ নিয়ে বলতে গিয়ে দলের অন্যদের কথাও টেনে এনেছেন সাবেক অধিনায়ক, “আপনারা রোহিত শর্মাকে সুযোগ দিয়েছেন। সুযোগ দিয়েছেন লোকেশ রাহুল ও মুরালি বিজয়কেও। কিন্তু যদি আপনারা কোনো ব্যাটসম্যানকে দলে নেন হোক সে গৌতম গম্ভীর কিংবা করুন নায়ার, তাদের যথেষ্ঠ সুযোগ দিতে হবে।”