'জোরে বল করলেই এখানে ভালো করা যাবে না'
সময়টা ভালোই যাচ্ছে মোহাম্মদ শহীদের। বিপিএল শুরুর আগেই জেনেছিলেন নিউজিল্যান্ড সফরের দলে নিজের অন্তর্ভুক্তির খবর। আজ চিটাগাং ভাইকিংসের বিপক্ষে ২৩ রানে ৩ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। ৫ ম্যাচে ১১ উইকেট নিয়ে উইকেট শিকারির তালিকায় উঠে এসেছেন শীর্ষ স্থানে। সংবাদ সম্মেলনে এসে ২৯ বছর বয়সী পেসার জানালেন গতি নয়, বৈচিত্র্যই তাঁর বোলিংয়ের শক্তি।
চোটের কারণে বেশ কিছু দিন মাঠের বাইরে ছিলেন মোহাম্মদ শহীদ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও ছিলেন দর্শক হয়ে। সেখান থেকে দারুণভাবে ফিরে এসেছেন নারায়ণগঞ্জের এই পেসার। বিপিএলের মাঠে দারুণ সাফল্য পাচ্ছেন ঢাকা ডায়নামাইটসের হয়ে। ঢাকা পর্বে ৪ ম্যাচে ৮ উইকেট নেয়ার পর চট্টগ্রামে এসেই পেলেন ৩ উইকেট। দুই উইকেটের মধ্যে কী পার্থক্য দেখছেন তিনি? উত্তরে শহীদ বললেন, “মিরপুরের উইকেটে জোরে বল করলেই হতো। কিন্তু এই উইকেটে বলে অনেক বৈচিত্র্য আনতে হয়। ব্যাটসম্যানকে রিড করে বল করতে হয়। জোরে বল করলেই এখানে ভালো করা যাবে না।”
এ পর্যন্ত বাংলাদেশ দলে শহীদকে দেখা গেছে কেবল সাদা পোশাক গায়েই। বিপিএলে দারুণ সাফল্য পাওয়ার পর সম্ভাবনা জেগেছে তাঁকে সংক্ষিপ্ত ফরম্যাটে দেখা যাওয়ারও। তবে এখনই অবশ্য অত কিছু ভাবছেন না শহীদ। বলেছেন, “ওয়ানডে বা টি-টোয়েন্টিতে আমাকে নেয়া হবে কী না তা নিয়ে ভাবছি না। পারফরম্যান্স ভাল হলে আশা করি তাঁরা বিবেচনা করবেন।”