টেন্ডুলকারকে ছাড়াই অলস্টারস!
ক্রিকেটের দুই কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও শেন ওয়ার্নের উদ্যোগে গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে যাত্রা শুরু করেছিল টি-টোয়েন্টি লিগ ক্রিকেট অল স্টারস। যেখানে শচীনস ব্লাস্টারসের মুখোমুখি হয়েছিল ওয়ার্নস ওয়ারিওরস। সাবেক ক্রিকেটারদের এই মিলনমেলা আবারও দেখা যাবে আগামী বছর। কিন্তু তাতে বোধহয় থাকছেন না স্বয়ং শচীন।
আজ এক ফেসবুক পোস্টে অল স্টারসের পরবর্তী আসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলীয় কিংবদন্তি ওয়ার্ন। লিখেছেন, “বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ক্রিকেট ভক্তদের জন্য সুখবর। আপনারা অনেকেই নিজেদের প্রিয় খেলোয়াড়দের কখনো সরাসরি খেলতে দেখেননি কিংবা প্রথমবারের মতো তাঁদের খেলতে দেখেছেন যুক্তরাষ্ট্রে। ক্রিকেটের মহাতারকারা আনন্দের সঙ্গে ঘোষণা করছে যে আমরা ২০১৭ সালে ফিরে আসছি। যে সকল ক্রিকেটার নিজেদের নাম নিবন্ধন করেছেন তাঁদের নাম আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি। বাকিরাও শিগগির নিজেদের খেলার কথা ঘোষণা করবেন।”
এই তালিকায় গতবারের বেশীরভাগ খেলোয়াড়ই আছেন। সঙ্গে যোগ দিয়েছেন কেভিন পিটারসেন ও ব্রেন্ডন ম্যাককালাম। তবে, নেই খোদ শচীন টেন্ডুলকারের নাম। গতবার শচীনের দলকে ৩-০ ব্যবধানে হারিয়ে দিয়েছিল ওয়ার্নের দল।
এখন দেখার বিষয় শচীনের নাম পরে ঘোষিত হয় কী না। কিংবা তাঁকে ছাড়াই মাঠে গড়ায় এবারের ক্রিকেট অল স্টারস।