'পৃথিবীর বড় বড় লিগে খেলার সক্ষমতা আমাদের আছে'
ছয় ম্যাচে মাত্র দুটি জয় চিটাগং ভাইকিংসের। দুটিতেই ম্যাচসেরা মোহাম্মদ নবী। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচে বল হাতে চট্টগ্রামকে ম্যাচ জিতিয়েছিলেন নবী। ২৪ রানে নিয়েছেন ৪ উইকেট। আজ নিজের সেই ভূমিকা পুরোপুরি বদলে ফেললেন এই আফগান অলরাউন্ডার। ব্যাট হাতে খড়গহস্ত হয়েছেন রাজশাহী কিংসের বোলারদের ওপর। ৩৭ বলে ৮৭ রানের এক বিস্ফোরক ইনিংস খেলেছেন তিনি। তিনি ছাড়াও রংপুর রাইডার্সের হয়ে দারুণ খেলছেন আরেক আফগান মোহাম্মদ শেহজাদও। এটাকে স্বদেশের ক্রিকেটের উন্নতি হিসেবেই দেখছেন এই সাবেক আফগান অধিনায়ক। বলেছেন, “গত কিছু সিরিজে আমরা জিম্বাবুয়ে ও অন্যদের বিপক্ষে জিতেছি। টি-টোয়েন্টি বিশ্বকাপেও খুব ভালো করেছি। আমি মনে করি আমাদের পৃথিবীর বড় বড় লিগে খেলার সক্ষমতা আছে।”
৬ ম্যাচে মোহাম্মদ নবী শিকার করেছেন ১১ উইকেট। মোহাম্মদ শহীদের সঙ্গে যৌথভাবে আছেন উইকেট শিকারির তালিকার শীর্ষে। সমান ম্যাচে ব্যাট হাতে তাঁর রান ১৪৬। রান সংগ্রহের দিক থেকে নবীর অবস্থান অষ্টম। ব্যাটে-বলে অনন্য এক সময় পার করছেন তিনি। কিন্তু তারপরও চট্টগ্রাম পারছিল না জিততে। প্রথম ম্যাচে জয়ের পর টানা চার পরাজয়ের মুখ দেখেছে বন্দর নগরীর দলটি। মোহাম্মদ নবী স্বীকার করেছেন খাদের কিনারা থেকে ফেরাটা সহজ ছিল না, “টানা চারটি ম্যাচে পরাজয়ের পর সেখান থেকে ফিরে আসা খুব কঠিন। কিন্তু কোচ ও অধিনায়ক বলেছেন পরিকল্পনা মাফিক খেলতে, মাঠে নিজেদের শতভাগ দিয়ে চেষ্টা করতে।”
দুই ম্যাচে ম্যাচসেরা হয়ে দারুণ উচ্ছ্বসিত আফগান অধিনায়ক, “এভাবে পারফর্ম করতে পেরে আমার খুবই ভালো লাগছে। দুই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়ে আমি খুব খুশি। বাংলাদেশে পারফর্ম করতে পেরে খুবই আনন্দিত।”