পঞ্চম হারে দিশেহারা কুমিল্লা
সংক্ষিপ্ত স্কোর
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২০ ওভারে ১২২/৫ (শেহজাদ ৫২, স্যামুয়েলস ৫২, শান্ত ৫*; রুবেল ২৭/২, সোহাগ ৭/১, আনোয়ার ২৮/১)
রংপুর রাইডার্স ১৭ ওভারে ১২৬/১ (মোহাম্মদ শেহজাদ ৫১*, মিঠুন ৪৫*, সৌম্য ২২; মাশরাফি ২০/১)
ফলঃ রংপুর রাইডার্স ৯ উইকেটে জয়ী
কোনোভাবেই পথ খুঁজে পাচ্ছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পরাজয়ের কানাগলিতে যেন হারিয়ে গেছে গতবারের শিরোপাজয়ীরা। আজ রংপুর রাইডার্সের বিপক্ষে ৯ উইকেটে হেরে গেছে মাশরাফি বিন মুর্তজার দল। এই নিয়ে টানা পাঁচ পরাজয়ে পয়েন্ট তালিকার তলানিতেই রয়ে গেছে তারা। পাঁচ ম্যাচে চার জয় নিয়ে দ্বিতীয় স্থান অক্ষুণ্ণ রেখেছে রংপুর, শীর্ষে থাকা ঢাকার চেয়ে পিছিয়ে আছে রানরেটে।
১২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্সকে ঝেড়ো সূচনা এনে দেন ওপেনার সৌম্য সরকার। ২ চার ও ১ ছক্কায় ১৫ বলে ২২ রান করেন এই বাঁহাতি। দলীয় ২৯ রানের মাথায় তাঁকে মাশরাফি ফিরিয়ে দিলে জুটি গড়ে তোলেন শেহজাদ ও মিঠুন। শেষ পর্যন্ত তাঁরা অবিচ্ছিন্ন থেকে গড়ে তোলেন ৯৭ রানের জুটি। শেহজাদ ৪৯ বলে ৫১ ও মিঠুন ৩৯ বলে তোলেন ৪৫ রান। দুজনই মারেন তিনটি করে ছক্কা। ম্যাচ সেরা হন ওপেনার মোহাম্মদ শেহজাদ।
টস ভাগ্যের হিসেব করলে উপরের দিকেই থাকবেন নাঈম ইসলাম। রংপুর রাইডার্সের অধিনায়ক এবারে পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছেন টস। টস জিতলে ফিল্ডিং নেয়াই পছন্দ নাঈমের। আজও টস জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ব্যাটিংয়ে পাঠান তিনি। শুরুটা ভাল হয়নি মাশরাফি বিন মুর্তজার দলের। দুই ওপেনার লিটন দাস ও ইমরুল কায়েস মন্থর সূচনা করেন। ১০ বলে ৫ রান করেন ইমরুল। লিটন করেন ১২ বলে ৪ রান। তাঁরা ফিরে যাওয়ার পর দলের হাল ধরেন আহমেদ শেহজাদ ও মারলন স্যামুয়েলস। দুজন মিলে গড়ে তোলেন ৬২ রানের জুটি। ৪৫ বলে ৫২ রান করেন শেহজাদ। স্যামুয়েলস করেন ৪৬ বলে ৫২ রান। রংপুর রাইডার্সের পক্ষে রুবেল হোসেন নেন দুই উইকেট।