• বাংলাদেশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    "আমরা তো টেস্ট ম্যাচের মতো ব্যাট করেছি"

    "আমরা তো টেস্ট ম্যাচের মতো ব্যাট করেছি"    


    প্রথম ছয় ওভারের পাওয়ারপ্লেতে এলো মাত্র ২১ রান। দশ ওভার শেষে রান মাত্র ৪৩। অথচ তখন হাতে ছিল আরও ৮ উইকেট। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানস করতে পারল মাত্র ১২২। সেই রানটা ১ উইকেট হারিয়ে হেসেখেলেই টপকে গেছে রংপুএর রাইডার্স। আর পরাজয়ের জন্য মাশরাফি স্লথ ব্যাটিংকেই স্পষ্ট করে দুষলেন। টানা পঞ্চম হারের জন্য দায়ী করলেন ব্যাটসম্যানদের আত্মবিশ্বাসহীনতাকেই। 


    চট্টগ্রামের উইকেটে ব্যাট করা কঠিন কি না এমন প্রশ্ন উঠেছিল কুমিল্লার অধিনায়ক মাশরাফির দিকে। কিন্তু কুমিল্লা অধিনায়ক স্পষ্ট করেই ব্যাটসম্যানদের মনোভাবটা উল্লেখ করলেন, "লো স্কোরিং তো আমরা বানিয়ে ফেলেছি। আমরা তো টেস্ট ম্যাচের মতো ব্যাট করেছি। লো স্কোরিং তো হবেই। দিনের বেলা দেখে মনে হচ্ছিল, রাতের বেলা উইকেটে ২০০ করা সম্ভব। কিন্তু ২০০ করেও ডিফেন্ড করা কঠিন। ওরা আরামসে ম্যাচটা বের করে নিয়ে গেছে।" 


     আহমেদ শেহজাদ ও মারল স্যামুয়েলস দুজনেই শুরুটা ধীরে করেছিলেন। শেহজাদ তাও ২৫ রানের পর একটু হাত খুলে খেলার চেষ্টা করেছিলেন, কিন্তু স্যামুয়েলসসের রান একটা সময় ছিল ২৫ বলে ১৪। শেষের দিকে রানের চাকা বাড়াতে গিয়ে খুব লাভ হয়নি। সরাসরি নাম না বললেও মাশরাফির তির যে তাঁর দিকেই, বুঝে নিতে কষ্ট হয় না, "টেস্ট ব্যাটিং বলছি একটা পর্যায়ে যখন আমদের ৮ উইকেট হাতে তখন আরেকটু এফোর্ট দেওয়া উচিত ছিল। ২০ ওভারে যখন আমাদের রান ৪০-৪৫ তখন আমাদের অলআউট খেলা দরকার ছিল। বিশেষ করে আমাদের মাথায় যদি থাকে এই উইকেটে পরে বল করা অনেক কঠিন। এখানে ১৬০ না হলে তেমন কোনো সুযোগই নেই।"


    কিন্তু বার বার কুমিল্লা এমন খাবি খাচ্ছে কেন? মাশরাফির বিধ্বস্ত মুখ দেখেই বোঝা যাচ্ছিল, কতটা ঝড় বয়ে যাচ্ছে তাঁর ওপর দিয়ে। কুমিল্লা অধিনায়ক ব্যাটসম্যানদের আত্মবিশ্বাসের অভাবের কথাই আলাদা করে বললেন, আমার কাছে মনে হচ্ছে আমাদের আত্মবিশ্বাসের অভাব আছে, আমাদের ব্যাটিংয়ে সেটা বোঝা যাচ্ছে। এই জিনিসটা আমাদের ঠিকঠাক করতে হবে।