"আমি নিজেও তো মাতাল ছিলাম"
এভাবে নিশ্চয় ওয়েইন রুনি শিরোনামে আসতে চাননি। পানশালায় গিয়ে একটু বেসামাল হয়ে পড়েছিলেন। সেই ছবি চলে এসেছে ট্যাবলইয়তেডের প্রচ্ছদে। এরপরেই পুরো ইংল্যান্ড জুড়ে তোলপাড়, রুনির কি এরকম কিছু করা উচিত হয়েছে? তবে আর্সেন ওয়েঙ্গারের মতো শুদ্ধবাদী কোচও বলেছেন, এটা এমন কোনো ব্যাপার নয়। ইয়ুর্গেন ক্লপ তো সরাসরিই বলেছেন, এসব ব্যাপার নিয়ে এতো কথা হাস্যকর। এবার ম্যান সিটি কোচ পেপ গার্দিওলাও বলেছনে, খেলা না থাকলে তিনি নিজেও মাঝেসাঝে মাতাল থাকতেন।
কদিন ধরেই সংবাদ সম্মেলনে রুনির প্রসঙ্গটা উঠে আসছে। ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ম্যাচের আগে ম্যানচেস্টার সিটি কোচকেও সেটি মনে করিয়ে দেওয়া হলো। গার্দিওলা সরাসরিই বললেন। “আন্তর্জাতিক বিরতির সময় আমি নিজেও মাঝেমধ্যে মাতাল থাকতাম। আমার ভাগ্য ভালো, তখন কেউ আমার ছবি তুলে রাখেনি। আর আপনারা সাংবাদিকেরাও কি মাতাল হন না? তার মানে এই নয় আমি কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আপনারাও হারাননি, রুনিও হারায়নি।”
এখানে ইংলিশ অ্যাসোসিয়েশনেরও কোনো দায় দেখছেন না গার্দিওলা, “আমার মনে হয় না এখানে অ্যাসোসিয়েশনের কোনো দায় আছে। আমরা সবাই বয়স্ক, নিজেদের দায়িত্ব আমরা নিজেরাই নিতে জানি।”
খেলোয়াড়দের ব্যক্তিগত জীবনে হপ্তক্ষেপ না করার জন্যও অনুরোধ করলেন গার্দিওলা, “আমার মনে হয় না আমার ব্যক্তিগত জীবন নিয়ে কেউ কিছু বললে সেটা আমি পছন্দ করি। রুনির ক্যারিয়ার বা মানুষ হিসেবে ওর প্রতি আমার শ্রদ্ধা আছে। সেটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই।” “