• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ইউনাইটেডের ম্যাচে আর্সেনালের স্বস্তি

    ইউনাইটেডের ম্যাচে আর্সেনালের স্বস্তি    

    শেষ মূহুর্তের নাটকীয়তায় ওল্ড ট্রাফোর্ড থেকে এক পয়েন্ট নিয়ে ফিরল আর্সেনাল। ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনালের ম্যাচ শেষ হয়েছে ১-১ গোলে।

    পুরো ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের গোলবারে নেয়া প্রথম আর একমাত্র কিকে গোল করেই হার এড়িয়েছে ওয়েঙ্গারের দল! ৮৯ মিনিটে অলিভিয়ের জিরু হেড থেকে গোল করে আর্সেনালের এক পয়েন্ট নিশ্চিত করেন। এর আগে ৬৮ মিনিটে মাতার গোলে এগিয়ে যায় মরিনহোর দল।



    হেরেরার ক্রস থেকে গোল করে ম্যানচেস্টার ইউনাইটেডকে মাতা এগিয়ে দেবার পর আরও কয়েকটি ভালো গোলের সুযোগ পেয়েছিল রেড ডেভিলরা। ৭৯ মিনিটে ব্লিন্ডের ক্রস থেকে হেড করে দলকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যেতে পারতেন রোহো। তবে এই আর্জেন্টাইনের করা হেড চলে যায় বার পোস্টের অনেক বাইরে দিয়ে।

    ৮৫ মিনিটে মাতাকে বদলী করে স্নাইডারলিনকে নামান মরিনহো। ম্যাচে তখনও গোলমুখে কোনো শট নিতেই ব্যর্থ মরিনহোর দল। জয়টা মনে হচ্ছিল অবশ্যসম্ভাবী! কিন্তু নিয়মিত সময় শেষের এক মিনিট আগে আর্সেনালের দুই বদলী খেলোয়াড় পাল্টে দেন ম্যাচের ভাগ্য! অ্যালেক্স অক্সলেড চেম্বারলাইনের ক্রস থেকে লাফিয়ে হেড করে ডি গিয়ার জালে বল জড়ান আরেক ৭৩ মিনিটে মাঠে নামা জিরু। 

     

    এই নিয়ে ১২ ম্যাচে চারবারই ড্র করল মরিনহোর দল। অন্যদিকে লিগে ১১ ম্যাচ পর হারের শঙ্কা জাগলেও আর্সেন ওয়েঙ্গারের  দল বেশ ভালোভাবেই উতরে গেল মরিনহো বাধা।

    ওয়েঙ্গারের আর্সেনালের বিপক্ষে কখনই প্রিমিয়ার লিগে হারের মুখ দেখেননি মরিনহো। ম্যাচের শুরু থেকেই তাই আত্মবিশ্বাসী ছিল তার দলই। প্রথমার্ধেও শক্তিশালী অবস্থানে ছিল স্বাগতিক দলই। আর্সেনাল ডিফেন্ডার নাচো মনরিয়েল বক্সের ভেতর ভ্যালেন্সিয়াকে ফেলে দিলে পেনাল্টিও পেয়ে যেতে পারত ম্যানচেস্টার ইউনাইটেড।  তবে রেফারি আন্দ্রে ম্যারেনার নাকোচ করে দেন সেই আবেদন।