• ভারত-ইংল্যান্ড
  • " />

     

    কোহলির ম্যাচে ইংল্যান্ডের বিশাল পরাজয়

    কোহলির ম্যাচে ইংল্যান্ডের বিশাল পরাজয়    

    সংক্ষিপ্ত স্কোর

    ভারত ৪৫৫, ২০৪

    ইংল্যান্ড ২৫৫, ১৫৮ ( কুক ৫৪, যাদব ৩০/৩, অশ্বিন ৫২/৩)

    ফলাফল- ভারত ২৪৬ রানে জয়ী

    ম্যান অফ দা ম্যাচ- বিরাট কোহলি


     

    একের পর এক উইকেট পড়ছে মাঠে। ড্রেসিংরুমে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছেন অ্যালিস্টার কুক। হারটা হয়তো অনুমেয় ছিল, কিন্তু তাই বলে এভাবে! বিশাখাপত্তনমে সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ২৪৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বিরাট কোহলির দল। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ১৫ টেস্টে এটি তাদের তৃতীয় জয়।

     

    অসম্ভব এক লক্ষ্যকে সামনে রেখেই খেলতে নেমেছিল ইংলিশরা। ম্যাচ বাঁচাতে দারুণ কিছুই করতে হতো রুট-স্টোকসদের। দিনের প্রথম বল থেকেই বোঝা যাচ্ছিল কাজটা  সহজ হবে না। জাদেজা-অশ্বিনের বল খেলতে ভালোই বেগ পেতে হচ্ছিল। দিনের শুরুতেই দুইবার বেঁচে গেছেন রুট। অশ্বিনের বলে তাঁর ক্যাচ ছাড়েন কোহলি। এই অশ্বিনের বলেই উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছিলেন রুট, তবে রিভিউয়ে দেখা যায় বল ব্যাটের অনেক পাশ দিয়েই গিয়েছে!

    বেন ডাকেটকে ফিরিয়ে ইংলিশদের যাওয়া আসার মিছিল শুরু করেন সেই অশ্বিনই। এই সিরিজে তৃতীয়বারের মতো অশ্বিনের বলে আউট হলেন ডাকেট। মাত্র ৬৬ রানেই শেষ ৭ উইকেট হারায় কুকের দল। সব মিলিয়ে ৮৩ রানে ১০ উইকেট হারিয়েছে ইংল্যান্ড। দুই ইনিংসেই প্রথম বলে আউট হয়েছেন জিমি অ্যান্ডারসন। ১৯০৬ সালের পর তিনিই প্রথম ইংলিশ ব্যাটসম্যান যিনি ‘কিং পেয়ার’ পেলেন!

    ২৪৬ রানের হার। ১৯৮৬ সালের লিডসে ২৭৯ রানে জয়ের পর এটাই ইংল্যান্ডের বিপক্ষে সবচেয়ে বেশি রানের জয় ভারতের। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়েছেন অশ্বিন। এই বছরে ৯ টেস্টে তাঁর উইকেট দাঁড়ালো ৫৫, ছাড়িয়ে গেলেন শ্রীলংকার হেরাথকে( ৮ ম্যাচে ৫৪ উইকেট)।

     

    নিজের ৫০তম টেস্টটা স্মরণীয় করে রেখেছেন কোহলি। দুই ইনিংস মিলিয়ে ২৪৮ রান করেছেন। টেস্টে অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো ম্যাচসেরার পুরস্কারটা গিয়েছে তাঁর কাছে। ২৬ নভেম্বর মোহালিতে সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে।