• ভারত-ইংল্যান্ড
  • " />

     

    সৌরভকে খোঁচা দিলেন শাস্ত্রী?

    সৌরভকে খোঁচা দিলেন শাস্ত্রী?    

    কলকাতাবাসী তাঁকে আদর করে ডাকেন ‘প্রিন্স অফ কলকাতা’। ‘দাদার’ জায়গায় অন্য কাউকে কল্পনাই করতে পারেন না তাঁরা। মোহাম্মদ শামিকে ‘সুলতান অফ বেঙ্গল’ উপাধি দিয়ে রবি শাস্ত্রী ছোটখাটো খোঁচাই যেন  দিলেন গাঙ্গুলীকে।

     

    বিশাখাপত্তনমে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে দারুণ বল করছিলেন উমেশ যাদব এবং মোহাম্মদ শামি। ধারাভাষ্য করার সময় তাঁদের দুজনকে যথাক্রমে ‘বিদর্ভ এক্সপ্রেস’ এবং ‘সুলতান অফ বেঙ্গল’ নামে ডাকেন শাস্ত্রী। পাশে থাকা ইয়ান বোথাম কিন্তু ব্যাপারটি সাথে সাথেই ধরে ফেলেছিলেন। গাঙ্গুলির কথা মনে করিয়ে দিয়ে শাস্ত্রীকে তিনি বলেছিলেন, ‘প্রিন্স অফ বেঙ্গল’ তো আগে থেকেই আছে! শাস্ত্রী অবশ্য পরিস্থিতি ভালোভাবেই সামলেছেন। বঙ্গতে একাধিক ‘রাজকুমার’ থাকতে পারেন বলেই বোথামকে জানান তিনি। উত্তর প্রদেশে জন্ম নিলেও ঘরোয়া ক্রিকেটটা কলকাতাতেই খেলেছেন শামি। একারনেই হয়তো এরকম কথা বলেছেন শাস্ত্রী।

     

    দল নির্বাচন নিয়ে সৌরভের সাথে শাস্ত্রীর বিরোধের কথাটা কার অজানা নয়। এই মন্তব্য নিছকই মজা করে করা হলেও অনেকেই এর মাঝে ‘লড়াইয়ের’ রেষ পেলেও পেতে পারেন!