• বিশ্বকাপ বাছাই
  • " />

     

    ভুল রেফারিংয়ের জন্য তিন মাস নিষিদ্ধ

    ভুল রেফারিংয়ের জন্য তিন মাস নিষিদ্ধ    

    ফুটবল ম্যাচে মাঠের পুরো দায়িত্বটা থাকে রেফারির কাঁধেই। ফুটবলাররা একটু এদিক সেদিক করলেই সতর্ক করেন, আর বেশি বাড়াবাড়ি করলে তো কার্ড দেখিয়ে বাইরের রাস্তা দেখিয়ে দেন! তাঁদের মতামতের ওপর ভিত্তি করে নিষেধাজ্ঞাও পেতে হয় ফুটবলারদের। তবে এবার আফ্রিকাতে ঘটেছে উল্টো ঘটনা। মাঠে ভুল সিদ্ধান্ত দেয়ার কারণে রেফারির ওপরেই নেমে এসেছে নিষেধাজ্ঞার খড়গ।

     

    ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের আফ্রিকা অঞ্চলের ম্যাচে কিছু ভুল সিদ্ধান্তের জন্যই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নভেম্বর মাসের কয়েকটি ম্যাচে খারাপ পারফর্ম করার জন্য এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবল। ঘানার জোসেফ ল্যাম্পটি, কেনিয়ার ডেভিস ওমওয়েনো এবং ইরিথ্রিয়ার বেরহে ও’মিকেলকে ৩ মাসের জন্য রেফারিং থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

     

    কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবলের পক্ষ থেকে জানানো হয়, “ দক্ষিণ আফ্রিকা-সেনেগাল ম্যাচে ল্যাম্পটি হ্যান্ডবলের অভিযোগ এনে পেনাল্টি দিয়েছিলেন, যেখানে স্পষ্ট দেখা গেছে বল ফুটবলারের হাতে লাগেনি। লিবিয়া-তিউনিসিয়া ম্যাচে ওমওয়েনো ভুল জায়গায় থাকছিলেন ম্যাচের সময়, ফাউল শনাক্ত করতে ভুল করছিলেন, মাঠের নিয়মানুবর্তিতার ব্যাপারেও কঠোর হতে পারেননি। তাঁর সহকারী ও’মিকেল অনেকগুলো অফসাইডের সিদ্ধান্ত ভুল দিয়েছেন, লিবিয়ার একটি নিশ্চিত গোলও বাতিল করেছিলেন।” একই সাথে আরেক সহকারী রেফারি রোওয়ানদা দাগিজিমানাকেও সতর্ক করে দেয়া হয়েছে।

     

    সাধারণত রেফারিদের এরকমভাবে শাস্তি দেয়ার নজির খুব একটা নেই। ফিফা এবং ইউরোপিয়ান ফুটবল সংস্থা থেকে রেফারিদের পারফরম্যান্স নিয়ে প্রকাশ্যে কিছু না বলার বিধান আছে। এর আগে ২০১০ সালে ৬ মাসের নিষেধাজ্ঞার খড়গে পড়েছিলেন ল্যাম্পটি। আফ্রিকান ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত টুর্নামেন্টের সেমি ফাইনালে ভুল গোল প্রদানের জন্য এই শাস্তি পেতে হয়েছিল তাঁকে।