• বাংলাদেশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    "টসে হেরে যাওয়ায় ভালোই হয়েছে"

    "টসে হেরে যাওয়ায় ভালোই হয়েছে"    

    বিপিএলে এখন পর্যন্ত একটি ম্যাচেও আগে ব্যাট করেনি রাজশাহী কিংস। টসে হেরে আজ যখন ড্যারেন স্যামিদের আগে নামতে হলো, রাজশাহীর অধিনায়ক একটু মন খারাপই করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেটাই শাপেবর হয়েছে। নইলে শেষদিকে অমন ঝড় হয়তো হতো না। ম্যাচ শেষে ড্যারেন স্যামিও বললেন, শেষদিকের জুটিটাই তাঁদের জিতিয়েছে।

    স্যামি যখন নেমেছিলেন, রাজশাহীর রান তখন ৫ উইকেটে ৯২। সেখান থেকে উমর আকমলের সঙ্গে অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে দুজন তুলেছেন ৭০ রান। সেটিও মাত্র ৩৭ বলে। শেষ তিন ওভারে নিয়েছেন ৫৫। স্যামিও বললেন, এই উইকেটে এমন রানই চেয়েছিলেন, “আমরা আসলে আগে বল করতে চেয়েছিলাম। টসে হেরে যাওয়ায় ভালো হয়েছে। এখানে গড় রান ১৫২, আমরা সেভাবেই নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে পেরেছি। আর ক্রিকেটে আসলে জুটিই সব কথা আজকে শেষ ওভারে আমরা ২৩ রান নিয়েছি।”

    স্যামি অবশ্য স্বীকার করেছেন, “এই উইকেটে আসলে খাপ খাওয়াতে সময় লাগে। সানি ও ডসন, দুজনের বলই আজকে নিচু হয়ে যাচ্ছিল। আর পেসারদের উইকেট টু উইকেট বল করলে মারা কঠিন।”

    রংপুরের কোচ জাভেদ ওমর বেলিম অবশ্য মনে করিয়ে দিলেন, শহীদ আফ্রিদির অভাবটা আজ ভালোমতোই টের পেয়েছে রংপুর। এই টুর্নামেন্টে বল হাতেই বেশি উজ্জ্বল ছিলেন তাঁরা। আজ সেটা হয়নি বলেই পরাজয় মানতে হয়েছে বলে স্বীকার করে নিলেন,”আমরা বোলিংয়ে এত দিন খুবই ভালো করেছি। আজ শেষ তিন ওভারেই আমরা ম্যাচ থেকে ছিটকে গেলাম। এখানে আফ্রিদির অভাব আমরা ভালোমতোই টের পেয়েছি।“