চাপ নেবার পর এখন দেবার পালা
প্রস্তুতি ম্যাচগুলোর একটিতেও ছিল না বলার মত কোন পারফরমেন্স। মূল আসর শুরুর সাথে সাথেই যেন হেসে উঠল বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিমের ব্যাট। চাপের মুখে ৭১ রানের দুর্দান্ত ইনিংসটি খেলে ম্যাচসেরা হবার পর সংবাদ সম্মেলনেও এসেছিলেন মাশরাফির সাথে। স্বীকার করলেন ম্যাচটা নিয়ে অনেকদিন ধরেই চিন্তিত ছিলেন দলের সবাই, “সবাই জানে, ফেবারিট হিসেবেই ম্যাচটা খেলতে এসেছি আমরা। চাপটা তাই পুরোপুরিই ছিল আমাদের উপর। দেশের এবং অস্ট্রেলিয়ায় আসা সমর্থকদের জন্য একটা জয় খুবই প্রয়োজন ছিল আমাদের।”
ছবি-সৌজন্যঃআইসিসি
মানুকা ওভালের উইকেট খেলোয়াড়দের জন্য বেশ ভালো মানিয়ে গেছে বলে মনে করেন টাইগার কাপ্তান মাশরাফি, “এ ধরনের উইকেটে খেলে খুব বেশি খেলা হয়নি আমাদের। তবে এ উইকেটটা আমাদের জন্য উপযুক্ত ছিল। উইকেটটা একবার দেখেই তাই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেই আমরা।” অস্ট্রেলিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচটা ব্রিসবেনের গ্যাবায়, যেটা সে দেশের সবচেয়ে ফাস্ট এবং বাউন্সি গ্রাউন্ড। ম্যাচটা সম্পর্কে কিছু বলতে অনুরোধ করলে সরাসরি কিছু বলেননি ‘ম্যাশ’। তবে মনে করিয়ে দিয়েছেন যে, বাংলাদেশেরও দুজন পেসার আছেন (রুবেল ও তাসকিন), যারা নিয়মিতভাবে ঘণ্টায় ১৪০ কি.মি.-এর বেশি বেগে বল করতে পারেন। পেসের সঙ্গে সঙ্গে যে ভালো জায়গায় বল ফেলাটাও জরুরি, সেটা উল্লেখ করতেও অবশ্য ভুল করেননি।
গ্যাবা ম্যাচটা সম্পর্কে মুশফিকের চিন্তা-ভাবনা কিন্তু একেবারেই সোজা-সাপ্টা। অস্ট্রেলিয়াকে হারানো কঠিন হলেও অসম্ভব নয় বলেই তাঁর বিশ্বাস, “এটা ঠিক, যেভাবে তারা এ মুহূর্তে খেলছে, সেটা বিশ্বের এক নম্বর দলেরই পরিচয়। তবে আমি মনে করি, তাদের হারানো খুব সহজ না হলেও অসম্ভব নয়। ওয়ানডে ম্যাচে যে কেউ যে কাউকে হারাতে পারে। আয়ারল্যান্ডকে দেখেন, ওয়েস্ট ইন্ডিজের সাথে তিনশর উপরে ঐ রানটা তাড়া করে তারা কিন্তু ৪০ বল বাকি থাকতেই জিতে গেছে। সবাই মনে করছে, অস্ট্রেলিয়া খুব সহজে আমাদের হারিয়ে দেবে। তবে নিজেদের প্রমাণ করতে আমাদের দল কিন্তু প্রস্তুত।”