'গাড়ি না থাকলে ম্যান অব দ্য সিরিজ হয়ে লাভ কী?'
বিপিএলের প্রথম দুই আসর ছিল ‘সাকিব আল হাসানময়’। দুবারেই ব্যাট-বলে দাপট দেখিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন। কিন্তু এবারের আসরে শুরু থেকেই তিনি নিষ্প্রভ। ঢাকা ডায়নামাইটসের অষ্টম ম্যাচে এসে ম্যাচসেরা হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সংবাদ সম্মেলনে এসে মজা করে বললেন, “গাড়ি-টারি তো দেখা যাচ্ছে না। গাড়ি না থাকলে ম্যান অব দ্য সিরিজ হয়ে লাভ কী?” পরক্ষণেই সিরিয়াস ঢাকা ডায়নামাইটস অধিনায়ক। গলায় প্রত্যয় ফুটিয়ে জানালেন, “চ্যাম্পিয়ন হওয়া ছাড়া আমার আর কোনো লক্ষ্য নেই।”
অনেকদিন পর ব্যাট হাতে আলো ছড়িয়েছেন সাকিব আল হাসান। খেলেছেন ২৬ বলে অপরাজিত ৪১ রানের ইনিংস। ব্যাট হাতে এই ইনিংস বাড়িয়েছে সাকিবের আত্মবিশ্বাস, “দলে অবদান রাখতে পারলে ভালোই লাগে। অত বেশি ব্যাটিং করার সুযোগ পাচ্ছিলাম না। আজ সুযোগ ছিল। উইকেটটাও ভালো ছিল।” জানালেন নিজের পারফরম্যান্স নয়, এবারে ব্রত হিসেবে নিয়েছেন দলের সাফল্যকেই, “আমি অবদান রাখি বা না রাখি সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো দল কেমন করছে।” আরো বলেছেন, “ব্যক্তিগত অর্জনের লক্ষ্য তো থাকেই। কিন্তু একটা পর্যায়ে গিয়ে এগুলোর ততো গুরুত্ব থাকে না। গুরুত্ব হলো দলের জন্য কতটা পারফর্ম করা যায় এবং ট্রফি যেতা যায়।”
সাকিবের শেষ কথাটাই হয়তো আশ্বস্ত করবে ঢাকা ডায়নামাইটস সমর্থকদের।