• " />

     

    ৫৪ রানে অলআউট সালমারা

    ৫৪ রানে অলআউট সালমারা    

    দুই বছর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫৮ রান করেছিল বাংলাদেশের মেয়েরা। ইংল্যান্ডের বিপক্ষে সেই স্কোর ওই সময় ছিল নিজেদের সর্বনিম্ন। আর টি-টোয়েন্টির ইতিহাসে সে সময় সেটি ছিল দ্বিতীয় সর্বনিম্ন। কাকতালীয়ই বটে, শ্রীলঙ্কার সেই ৫৭ রান ছিল বাংলাদেশের বিপক্ষেই। এবার সেই রেকর্ডটা নতুন করে লেখাল বাংলাদেশ, আজ ভারতের সঙ্গে এসিসি মেয়েদের টি-টোয়েন্টি ম্যাচে ৫৪ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশের মেয়েরা।

     

    ভারতের ১১৮ রান তাড়া করে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। প্রথম ওভারেই আউট হয়ে যান নিগার সুলতানা। ১৩ রানের মধ্যে ৩ উইকেট পড়ে যাওয়ার পর মনে হচ্ছিল আরেকটি বড় বিপর্য্যই অপেক্ষা করছে। কিন্তু সেখান থেকে দলকে টেনে তুলছিলেন শায়লা শারমিন ও সালমা খাতুন। দুজন মিলে চতুর্থ উইকেটে যোগ করেছিলেন ২৯ রান। কিন্তু ৪২ রানে পুনম যাদবের পর পর দুই বলে আউট হয়ে গেছেন শায়লা ও সালমা। আট রান পর তিন বলের মধ্যে ফিরে গেছেন আয়শা ও রিতুমণিও। দুই রান পর আবার জাহানারা ও নাহিদা। শেষ পর্যন্ত ৫৪ রানে অলআউট হয়ে রেকর্ড গড়েছে বাংলাদেশ। শেষ পর্যন্ত ম্যাচটা হেরে গেছে ৬৪ রানে।