নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন শহীদ ?
কুমিল্লা ভিক্টোরিয়ানসের সঙ্গে ঢাকা ডায়নামাইটসের ম্যাচের ১৪তম ওভার। সেকুগে প্রসন্নের একটা বলে মেরেছিলেন আহমেদ শেহজাদ। পা দিয়ে বলটা ঠেকিয়েই ফেলেছিলেন মোহাম্মদ শহীদ, কিন্তু সেটা করতে গিয়েই চোট পান। এবার প্রশ্ন উঠে গেছে, নিউজিল্যান্ড সিরিজটাই কি শেষ হয়ে গেল বাংলাদেশের পেসারের?
অথচ এবারের বিপিএলটা দারুণ কাটছিল শহীদের। এ পর্যন্ত ৮ ম্যাচ খেলে ১৫ উইকেটও পেয়ে গিয়েছিলেন। তাঁর চেয়ে বেশি উইকেট আছে শুধু খুলনার শফিউলের। নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের টেস্টে পেস আক্রমণের অন্যতম ভরসাও ছিলেন। কিন্তু সেই স্বপ্ন হঠাৎ করেই ভেস্তে গেল। ইংল্যান্ড সিরিজেও চোটের জন্য থাকতে পারেননি। আরও একবার চোট হয়তো দর্শক বানিয়ে দিল তাঁকে।
কাল ঢাকার ম্যাচ শেষেই সাকিব বলেছিলেন, শহীদ নিশ্চিতভাবেই আজকের ম্যাচ খেলতে পারছেন না। পরে আজ ম্যাচ শেষে বলেছেন, শহীদের সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত সময় লাগবে। তবে জানুয়ারিতে টেস্ট শুরুর আগেই তাঁকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ঢাকা অধিনায়ক