উইলিয়ামসে স্বস্তি জিম্বাবুয়ের
সংক্ষিপ্ত স্কোরঃ আরব আমিরাত ২৮৫/৭, ৫০ ওভার (খুররম ৪৫, শামিম ৬৭; চাতারা ৩/৪২); জিম্বাবুয়ে ২৮৬/৬, ৪৮ ওভার (রাজা ৪৬, টেইলর ৪৭, উইলিয়ামস ৭৬*; মোহাম্মদ তৌকির ২/৫১)
ফলঃ জিম্বাবুয়ে ৪ উইকেটে জয়ী
প্রতিপক্ষ দুর্বল আরব আমিরাত। তাই একটা সহজ জয়ই হয়ত আশা করেছিল জিম্বাবুয়ে। কিন্তু বাস্তবতার নিরিখে সম্পূর্ণ ভিন্ন চিত্র। ঘাম ঝরিয়ে জয় উদ্ধার করতে হল ডেভ হোয়াটমরের শিষ্যদের। শন উইলিয়ামসের ব্যাটে ভর দিয়ে এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিল আফ্রিকার প্রতিনিধিরা।
টসে জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান জিম্বাবুয়ে কাপ্তান। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে ব্যর্থ হয় বোলাররা। খুররাম খানের ৪৫ ও সাইমান আনোয়ারের ৬৭ রানে সওয়ার হয়ে পুরো ওভার খেলে আরব আমিরাত পায় লড়াই করার মত পুঁজি ২৮৫ রান। উইকেট খরচ করে সাতটি। জিম্বাবুয়ে বোলারদের মধে চাতারা পান সর্বোচ্চ তিন উইকেট।
জবাবে শুরুটা ভাল হলেও এক পর্যায়ে নিয়মিত ভাবে ড্রেসিং রুমের পথ ধরা আরম্ভ করতে থাকে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। অবশেষে শন উইলিয়ামসের ব্যাটিং নৈপুণ্যে কোন রকম অঘটন ছাড়াই দুই ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় জিম্বাবুয়ে। উইলিয়ামস অপরাজিত থাকেন ৭৬ রানে। আমিরাত বোলাদের মাঝে মোহাম্মাদ তৌকির পান দুই উইকেট।