• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ইউনাইটেডের ওল্ড ট্রাফোর্ড দুঃস্বপ্ন চলছেই

    ইউনাইটেডের ওল্ড ট্রাফোর্ড দুঃস্বপ্ন চলছেই    

    আর্সেনালের সঙ্গে ড্রয়ের পর হোসে মরিনহো বলেছিলেন, ম্যানচেস্টার ইউনাইটেড পৃথিবীর সবচেয়ে দুর্ভাগা দল? ওয়েস্ট হামের সঙ্গে আজ ১-১ গোলে ড্রয়ের পরও কি একই অজুহাত দাঁড় করাবেন? ১৯৮০ সালের পর প্রথমবার ওল্ড ট্রাফোর্ডে প্রথম পর পর চার ম্যাচ ড্র করল ইউনাইটেড, মরিনহোর জন্য কি ঘরের মাঠটা হঠাৎ করেই অপয়া হয়ে গেল? 


    অথচ আজ গোলের জন্য যা দরকার, সম্ভাব্য সবকিছুই করেছে। অফসাইডের জন্য গোল বাতিল হয়েছে, ওয়েস্ট হাম গোলরক্ষকও যেন আজ অতিমানব হয়ে দাঁড়িয়েছিলেন। অন্তত দুই বার লিনগার্ড, ইব্রাদের নিশ্চিত চেষ্টা ঠেকিয়ে দিয়েছেন। অবশ্য ম্যাচের শেষ দিকে সুযোগ পেয়েছিল ওয়েস্ট হামও। তবে ফ্লেচারের শটটা দারুণভাবে ঠেকিয়ে দিয়েছেন ডেভিড ডি গিয়া। তবে ইউনাইটেডই বেশির ভাগ সময় বল নিজেদের দখলে রেখেছিল। কিন্তু শেষ পর্যন্ত গোলটা আর পায়নি। 

     


    ম্যাচের শুরুতে অবশ্য এগিয়ে গিয়েছিল ওয়েস্ট হামই। ২ মিনিটে দিয়াফ্রা সাকো সেট পিস থেকে গোল করে এগিয়ে নেন ওয়েস্ট হামকে। ২১ মিনিটেই অবশ্য ইব্রার হেডে সমতা ফেরায় ইউনাইটেড। প্রথমার্ধে চেষ্টা করেও গোলের দেখা পায়নি। এর মধ্যে মরিনহো আবার লাল কার্ড দেখে ডাগআউট ছেড়েছেন। 


    প্রশ্ন উঠতে পারে, ইউনাইটেডের জন্য কি ইউরোপা লিগের ম্যাচগুলোই কাল হলো? ইউরোপে লিগের পাঁচ ম্যাচের পরের চারটিতেই যে ড্র করেছে ইউনাইটেড। এখন পর্যন্ত ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ১৯, প্রিমিয়ার লিগের ইতিহাসে এটা তাদের সবচেয়ে কম পয়েন্ট।