"ছায়া আম্পায়ারের" উদ্যোগ নিয়েছে বিসিসিআই
এই প্রথমবারের মতো ভারতে ব্যবহার করা হচ্ছে ডিআরএস পদ্ধতি। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, বাইরের তিনজন ‘ছায়া আম্পায়ার’ তৃতীয় আম্পায়ারের পাশে বসে রিভিউ পদ্ধতির ‘বাস্তব জ্ঞান’ অর্জন করবেন। ইংল্যান্ড সিরিজ শুরুর আগেই আইসিসিকে এই ব্যাপারে অনুরোধ করা করা হয়েছিল। মোহালিতে তৃতীয় আম্পায়ার কুমার ধর্মসেনার পাশে বসছেন অনিল চৌধুরী। মুম্বাই ও চেন্নাই টেস্টে এই দলে যোগ দিবেন এসএস শামসুদ্দিন এবং সিকে নন্দন।
বিসিসিআই এর জেনারেল ম্যানেজার( ক্রিকেট অপারেশন বিভাগ) এমভি শ্রীধর জানান, “আমরা ভারতে প্রথমবারের মতো ডিআরএস ব্যবহার করছি। তাই আমরা চিন্তা করেছি, আমাদের আন্তর্জাতিক প্যানেলের আম্পায়ারদের এই সুযোগটা কাজে লাগানো উচিত। তাহলে যখনই সুযোগ আসবে তখনই তাঁরা তৈরি থাকবেন।”
২০০৮ সালে শ্রীলংকা সফরে গিয়ে প্রথমবারের মতো ডিআরএস পদ্ধতির মুখোমুখি হয় ভারত। এরপর নিজেদের টেস্টে ডিআরএস ব্যবহারে অলিখিত একটা নিষেধাজ্ঞাই ছিল ভারতের। শেষ পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজেই আনা হয় এই সুবিধা। ভারতের অধিনায়ক বিরাট কোহলিও খুশি এই ব্যাপারে, “আমি ডিআরএস নিয়ে খুশি। এটা মাঠের আম্পায়ারের নেয়া সিদ্ধান্তকে নিশ্চিত করে। যদি আপনি আম্পায়ারকে চ্যালেঞ্জ করতে চান তাহলে তাঁকে কিছু না বলেই সেটা নিশ্চিত করার সুযোগ রয়েছে এখানে। এটা খেলার জন্যই মঙ্গলজনক।”