সাময়িক নিষেধাজ্ঞা পেলেন জুপিটার-সানোয়ার
ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার অভিযোগ তুলে ক্রিকেটাঙ্গনে আলোড়ন তুলেছেন রংপুর রাইডার্সের ক্রিকেটার জুপিটার ঘোষ। অভিযোগ করেছেন তাঁকে ফিক্সিংয়ে অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন দলেরই একজন প্রভাবশালী কর্মকর্তা। জাতীয় এক দৈনিকের সংবাদ অনুযায়ী কর্মকর্তাটি রংপুর রাইডার্সের ম্যানেজার সানোয়ার হোসেন। অভিযোগটি গুরুত্বের সঙ্গে আমলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে অভিযোগটির গুরুত্ব বিবেচনা করে তা তদন্তের ভার দেওয়া হয়েছে বোর্ডের দুর্নীতি দমন বিভাগকে। তদন্তের চলাকালে খেলা সম্পর্কিত সকল দায়িত্ব থেকে অভিযুক্ত খেলোয়াড় ও কর্মকর্তাকে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে বিসিবি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, “বিপিএল গভর্নিং কাউন্সিলের সুপারিশক্রমে এবং শৃঙ্খলা ও কোড অব কন্ডাক্ট ভঙ্গের ব্যাপারে বিসিবির জিরো টলারেন্স নীতির কারণে অভিযোগটি তদন্তের ভার দেওয়া হয়েছে বিসিবির দুর্নীতি দমন বিভাগকে। গভর্নিং কাউন্সিল রংপুর রাইডার্স কর্তৃপক্ষকে জানিয়েছে যে তদন্ত চলাকালে উক্ত খেলোয়াড় ও কর্মকর্তাকে বিপিএল ২০১৬ কেন্দ্রিক কোনো কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না।”