• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    অভিশাপ পড়েছে ইউনাইটেডের ওপর!

    অভিশাপ পড়েছে ইউনাইটেডের ওপর!    

    সময়টা একেবারেই ভালো যাচ্ছে না হোসে মরিনহোর ইউনাইটেডের। ঘরের মাঠে অবস্থাটা আরও শোচনীয়। শেষ চার ম্যাচের সব কয়টিতেই পয়েন্ট খোয়াতে হয়েছে রুনিদের। কিন্তু কী হলো দলের, কেন এই করুণ অবস্থা? কোনভাবেই এসব প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না ভক্তরা। তবে পল পগবা বোধহয় বুঝতে পেরেছেন আসলে কী হয়েছে। তাঁর মতে, ইউনাইটেড নাকি অভিশাপের শিকার!

     

    তাই বলে অভিশাপ! শুনতে হাস্যকর লাগলেও পগবা কিন্তু এরকমটাই মানছেন, “ আমরা ভাবতে শুরু করে দিয়েছে আমরা অভিশপ্ত। যেই দলই ওল্ড ট্রাফোর্ডে আসুক আমরা তাঁদের ওপর প্রাধান্য বিস্তার করি, হোক সেটা আর্সেনাল কিংবা ওয়েস্ট হ্যাম। কিন্তু জিততে পারিনা। আমাদের ভাগ্য পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত এরকম ড্র মেনে নিতে হবে।”

     

    তবে দ্রুতই এই গেরো খুলে যাবে বলেই আশা করছেন পগবা, “আমি এখনো বিশ্বাস করি আমাদের দিন আসবে। দলের ওপর আমার ভরশা আছে। ছোট ছোট ব্যাপারগুলোর দিকে মনোযোগ দিতে হবে। সুযোগ আসবে, আমাদের সেটিকে কাজে লাগাতে হবে।"

     

    আগামীকাল ঘরের মাঠে লিগ কাপের কোয়াটার ফাইনালে ওয়েস্ট হ্যামের মুখোমুখি হবে ইউনাইটেড। পগবারা কি পারবে ‘অভিশাপমুক্ত’ হতে?