• বাংলাদেশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    "শৃঙ্খলাভঙ্গের" জন্য সাব্বির-আল আমিনের জরিমানা

    "শৃঙ্খলাভঙ্গের" জন্য সাব্বির-আল আমিনের জরিমানা    

    আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদের দিকে একটু যুদ্ধংদেহী ভঙ্গিতে এগিয়ে গিয়েছিলেন কাল। পরে আবার শাহজাদও তাঁকে ব্যাট দিয়ে গুতো দিয়েছেন। শাহজাদ দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন, তবে সাব্বিরকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছিল।  এবার সাব্বিরকে তার চেয়েও বড় শাস্তি দেওয়া হলো। শৃঙ্খলাভঙ্গের কারণে বিপিএলের মোট চুক্তির ৩০ শতাংশ অর্থ কেটে নেওয়া হবে। বরিশাল বুলসের পেসার আল আমিন হোসেনের ক্ষেত্রে সেটি আরও বড়। তাঁর বিপিএলের মোট চুক্তির ৫০ শতাংশ অর্থই জরিমানা করা হয়েছে।

    কিন্তু কী কারণে তাদের এই শাস্তি দেওয়া হলো? বিসিবির এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে, দুজনের বিরুদ্ধে মাঠের বাইরে “গুরুতর আচরণবিধি ভঙ্গের” অভিযোগ উঠেছে। কিন্তু সেই অভিযোগ কী, পরিষ্কার করে কিছু বলেনি। বিপিএলে সাব্বির ছিলেন এ+ ক্যাটাগরিতে, তাঁর অর্থমূল্য ধরা হয়েছিল ৪০ লাখ টাকা। এখন সেই টাকার ৩০ শতাংশ পাবেন সাব্বির। আর আল আমিন ছিলেন এ ক্যাটাগরিতে, তাঁর পাওয়ার কথা ছিল ২৫ লাখ টাকা। কিন্তু পাবেন তার অর্ধেক।

    এবারের বিপিএলে সাব্বিরের ব্যাট আলো ছড়ালেও আল আমিন নিজেকে হারিয়ে খুঁজছেন। সাব্বিরের রান চতুর্থ সর্বোচ্চ, তবে আল আমিন প্রথম পাঁচ ম্যাচ খেলে পেয়েছিলেন পাঁচ উইকেট। এরপর আর দলে সুযোগই পাননি।