• ভারত-ইংল্যান্ড
  • " />

     

    উইকেট নিয়ে প্রশ্নে "বিরক্ত" কোহলি

    উইকেট নিয়ে প্রশ্নে "বিরক্ত" কোহলি    

    দেশের মাটিতে বাঘ, বাইরে বেড়াল- ভারতের সঙ্গে তকমাটা এঁটে গেছে অনেক আগেই। নিজেদের মাঠে ১৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড সেই সাক্ষ্যই দিচ্ছে। তবে উইকেটের সুবিধা নিয়েই ভারত দেশের মাটিতে এমন অপ্রতিরোধ্য- সেটি একেবারেই উড়িয়ে দিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তাঁর মতে, পিচের সাহায্য ছাড়াই ম্যাচ জিততে পারে ভারত।

     

    গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের পর বলা হয়েছিল, ঘরের মাটিতে নিজেদের সুবিধামত পিচ বানিয়েই জিতেছে ভারতীয়রা। এবারো ইংল্যান্ডের বিপক্ষে ২-০ তে এগিয়ে আছে কোহলির দল। এবার আত্মপক্ষ সমর্থন করলেন কোহলি, “ জেতার জন্য আমাদের স্পিনিং উইকেটের দরকার নেই। আমরা ভালো ক্রিকেট খেলে বিশ্বের যেকোনো দলের বিপক্ষে জিততে পারি। আমাদের এই আত্মবিশ্বাস আছে।”

     

    পিচের সুবিধার ব্যাপারে প্রশ্নে খুবই বিরক্ত ভারতের অধিনায়ক, “ঠিক ১২ মাস আগে আমাকে এসব প্রশ্ন করা হয়েছি। আশা করি এখন থেকে এসব প্রশ্ন কেউ করবে না। আমরা খেলার দিকে মনোযোগ দিতে চাই।” মোহালির পিচের প্রশংসাও করেছেন কোহলি, “পিচ ক্রিকেটের জন্য উপযুক্ত ছিল। ফাস্ট বোলাররাও উইকেট পেয়েছে। এই পিচে সবাই পরিশ্রম করলে ফলাফল পেয়েছে।”