রুমানাদের নতুন লজ্জা
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১৫.৩ ওভারে ৪৪ (রুমানা ১১, জাহানারা ১২*; সানা ৩/৫, আইমান ২/৯)
পাকিস্তান ৯.৫ ওভারে ৪৫/১ (জাভেরিয়া ২৬*, ইরাম ১৭*; কুবরা ১/১৮)
ফলঃ পাকিস্তান ৯ উইকেটে জয়ী
কদিন আগেই ভারতের সঙ্গে ৫৪ রানে অলআউট হয়ে লজ্জায় ডুবেছিল বাংলাদেশের মেয়েরা। টি-টোয়েন্টিতে সেটাই ছিল সর্বনিম্ন স্কোর। আজ মেয়েদের এশিয়া কাপ টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে নিজেদের সেই লজ্জার রেকর্ড নতুন করে গড়েছে বাংলাদেশের মেয়েরা। অলআউট হয়েছে মেয়েদের টি-টোয়েন্টির ইতিহাসে সর্বনিম্ন ৪৪ রানে। সানা মির ও আইমান আনোয়ারদের বোলিং তোপের মুখে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানের মেয়েরাও ম্যাচটি জিতে নিয়েছে ৯ উইকেটে।
টস জিতে ব্যাটিং নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক রুমানা আহমেদ। কিন্তু শুরুতেই তাঁর সিদ্ধান্তটি ভুল প্রমাণ করতে উঠেপড়ে লাগেন টপ অর্ডার ব্যাটসম্যানরা। মাত্র ৪ রানেই ফিরে যান প্রথম তিন ব্যাটসম্যান। এরপর আর খেলায় ফিরতেই পারেনি মেয়েরা। মাত্র দুজন স্পর্শ করেছেন দুই অঙ্ক। তাঁদের একজন অধিনায়ক রুমানা। তিনি করেন ১১ রান। শেষ মুহূর্তে ১ চার ও ১ ছক্কায় অপরাজিত ১২ রান করে দলকে ৪৪ রানে পৌঁছে দেন জাহানারা।
৪৫ রানের লক্ষ্যে পৌঁছাতে ৫৯ বল খেলেছে পাকিস্তানের মেয়েরা। সর্বোচ্চ ২৬ রান করে অপরাজিত থাকেন ওপেনার জাভেরিয়া খান। বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন স্পিনার খাদিজা তুল কুবরা।