"ভাগ্য ছিল না, তাই হয়নি"
বড্ড দেরিতেই জ্বলে উঠল কুমিল্লা ভিক্টোরিয়ানস। প্রথম পাঁচ হারের পর রাজশাহীর সঙ্গে পেয়েছিল প্রথম জয়। কিন্তু পরের দুইটি ম্যাচ হেরে আবার ছিটকে পড়েছে টুর্নামেন্ট থেকে। কিন্তু গতবারের চ্যাম্পিয়নদের এমন হতশ্রী দশার কারণ কী? মাশরাফি বিন মুর্তজার এমন পারফরম্যান্স নিয়ে আফসোস নেই। তবে কুমিল্লার অধিনায়ক মনে করছেন, ভাগ্য একটু পক্ষে থাকলে অন্য কিছুও হতে পারত।
রাজশাহীর বিপক্ষে দারুণ জয়ের পরও কুমিল্লার জন্য শেষ পর্যন্ত সেটি সান্ত্বনাই হয়ে আছে। প্রশ্ন উঠেছিল, কুমিল্লার কি চেষ্টার কোন খামতি ছিল? মাশরাফি ব্যাপারটা দেখছেন অন্য দৃষ্টিকোণ থেকে, "'অনেকে অনেক কিছু বলে, কিন্তু আমি সবসময় ভাগ্যে বিশ্বাসী। আমি মনে করি যে, পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আমাদের চেয়ে অনেক বেশি পরিশ্রম করে কিন্তু তাদের জীবনযাপনের পরিবর্তন হচ্ছে না। হয়তো তাদের কপালে নাই বলেই হচ্ছে না। আমি বিশ্বাস করি যে পরিশ্রম না করলে কিছু পাওয়া যায় না। কিন্তু যারা কঠোর পরিশ্রম করছে, তারাও অনেকে কিছু পায় না। তাদের জন্য চ্যালেঞ্জটা সবসময়ই থেকে যায় যে সারাজীবনই কঠোর পরিশ্রম করতে হবে। তাই আমি ভাগ্যে অনেকটা বেশি বিশ্বাস করি, আমার ব্যক্তিগত জীবন থেকে এটা আমি মনে করি। এবং এইজন্যই হয়তো যেটা পাই না সেটা নিয়ে ভাবি না। টুর্নামেন্টে যদি তাকান, ভাগ্য আমাদের পক্ষে থাকলে, আর একটা ম্যাচ যদি বেশি জিততাম, আমরা এখন অন্য সিচুয়েশনে থাকতাম, হয়তো পরের দুইটা ম্যাচ জিতলে চলে যেতে পারতাম। তো ওই যে বললাম, ভাগ্যে ছিল না, তাই এটা হয়নি।'
প্রশ্ন উঠতেই পারে, কুমিল্লার ঠিক কম্বিনেশন খুঁজে বের করতেই কি দেরি হয়েছে? মাশরাফি অবশ্য অন্য কথাই বললেন, "একটা ম্যাচ বাদ দিলে আমরা ব্যাটিংয়ে অনেক বেশি স্ট্রাগল করেছিল। শেষ দুই ম্যাচে আমাদের বোলার কম ছিল। কিন্তু সেটার জন্য আমাদের খুব একটা ভুগতে হয়নি। জিতলেই সবকিছু যে ঠিক হয় তা না। অনেক ভালো বোলিং অপশন নিয়ে অন্য দলের বিপক্ষে ১৬০-১৭০ করে ফেলছে। টুর্নামেন্ট যখন শুরু করেছি তখন কিন্তু আমাদের ধারণা ছিল না এত দুর্বল বোলিং অপশন নিয়ে সামনে যেতে হবে। আমরা চেষ্টা করেছিলাম একটা ভারসাম্যপূর্ণ দল দাঁড় করাতে। দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়নি।"